উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করতে গিয়ে প্রথম স্থান অধিকারীর ধর্ম উল্লেখ করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। এবার বিতর্কের ঝড়ের মুখে পড়ে 'আমি আবেগের বশে বলে ফেলেছি' বলে সাফাই মহুয়ার।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করতে গিয়ে প্রথম স্থান অধিকারীর ধর্ম উল্লেখ করেছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। আর তারপরেই এই ঘটনাকে ঘিরে নিন্দার ঝড় ওঠে রাজ্য-রাজনীতিতে। স্য়োশাল মিডিয়া সরব হয় সাধারণ মানুষও। এরপরেই মহুয়া দাসের পদত্যাগ দাবি করে তীব্র ধীক্কার জানায় রাজ্যের বিরোধী দল সহ বেঙ্গল ইমাম অ্য়াসোসিয়েশন। আর এবার বিতর্কের ঝড়ের মুখে পড়ে মুখ খুললেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস।
উল্লেখ্য, পাঁচশোর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে এককভাবে মেধাতালিকায় প্রথম স্থান দখল করেছে মুর্শিদাবাদের কান্দির রুমানা সুলতানা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস আনুষ্ঠানিকভাবে সেকথা ঘোষণা করেছেন। কিন্তু এরপরেই ঘটে যায় বিপত্তি। তিনি রুমানার নাম বলার সময় মর্শিদাবাদের 'এক মুসলিম কন্যা' শব্দটি ব্যবহার করেন। এরপরেই নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে। কেন মেধার পরিবর্তে ধর্মের উপর এত গুরুত্ব দেওয়া হল, প্রশ্ন তুলেছে বিজেপি-কংগ্রেস। রাজ্যবাসীদেরও একাংশ মহুয়া দাসের ওই মন্তব্যের বিরোধিতা করেছেন। এরপর শুক্রবার বিকেলে অবশেষে বিতর্কের সামনে পড়ে সাফাই দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস বলেছেন, 'আমি আবেগের বশে বলে ফেলেছি।'
যদিও ইতিমধ্যেই বিতর্কের জল অনেকদূরই এগিয়েছে। কংগ্রেস নেতা সৌরভ প্রসাদ এদিন টুইট করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের উদ্দেশ্য বলেছেন,'উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড: মহুয়া দাস, প্রথম স্থান অধিকারীর নাম প্রকাশ না করে বার বার তাঁর ধর্মীয় পরিচয় কে উল্লেখ করার জন্য তাকে তীব্র ধিক্কার জানাই ও ২৪ ঘন্টার মধ্যে তাকে এবিষয়ে ক্ষমা চাইতে হবে অন্যথায় পদত্যাগ করতে হবে।' তবে শুধুই সৌরভ প্রসাদ নয়, বিবৃতি দিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসের পদত্যাগ চেয়েছে বেঙ্গল ইমাম অ্য়াসোসিয়েশন। তবে যাকে ঘিরে এই মন্তব্য করেছিলেন মহুয়া দাস, সেই রুমানা সুলতানা এনিয়ে তেমন কিছু প্রতিক্রিয়া জানাতে চায়নি। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী রুমানা শুধু বলেছেন, উনি সংসদের সভানেত্রী, তাই তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা বেশি কিছু বলা অনুচিত। তবে ছাত্রী বললেই ভাল হত। এ নিয়ে আর কোনও বিতর্ক হোক, তা চাই না।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস