মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্তের জের, বজ্রবিদ্যুৎ সহ ঝেপে বৃষ্টি নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও

 

  • পঞ্চম দফা ভোটের প্রাক্কালে শহরে ফের চড়ল পারদ 
  •   ব্রজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
  • বুধবার সারাদিন শুষ্ক আবাহাওয়া এবং অস্বস্তি থাকবে
  •  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৭.৫ ডিগ্রি সেলসিয়ার্স 

 
 

বুধবার রাজ্যে পঞ্চম দফা ভোটের প্রাক্কালে শহরে ফের চড়ল পারদ। হাওয়া অফিস জানিয়েছে, শুষ্ক এবং অস্বস্তিতে ভরা আবহাওয়া থাকবে শহর-শহরতলিতে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী,  এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৭.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। তবে গরম থেকে মুক্তি দিয়ে, মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্তের জেরে বজ্রবিদ্যুৎ সহ ঝেপে বৃষ্টি নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

আরও পড়ুন, ভোটের মাঝেই মোদীর 'দিদি -ও দিদি' ভাইরাল, বাচ্চাদের মুখে ছড়াল সেই 'মিমিক্রি', দেখুন ভিডিও 

Latest Videos

 

 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, পূর্ব-পশ্চিম মেদিনীপুরে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ওদিকে মৌসম ভবন জানিয়েছিল, বিভিন্ন ঘুর্ণাবর্তের ফলে দেশের একাধিক জায়গায় আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি-র আহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,দেশের দক্ষিণ উপদ্বীপের ওপর ঘূর্ণাবর্তের কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপদ্বীপ অঞ্চলে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়াও। পূর্বভাস অনুযায়ী, তামিলনাড়ু, কেরল, কারণাটকের উপকূলীয় এবং অন্যান্য স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ১৪ থেকে ১৬ এপ্রিল হতে পারে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশের দক্ষিণ পশ্চিম ও পার্শ্ববর্তী এলাকায়। এর প্রভাবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।

 
 আরও পড়ুন, বারাসাত অবধি কি AC মেট্রোয় বাড়ি ফিরতে চান, আজই বড় বার্তা দিলেন মোদী

 

 

 


আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, বুধবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৭.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৪  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।রবিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.৮  ডিগ্রি সেলসিয়ার্স।  সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today