গুমোট গরম থেকে মিলবে কি রেহাই, বৃষ্টির সম্ভাবনা শুধুই উত্তরবঙ্গে

  • রবিবার  সারাদিন  আকাশ আংশিক মেঘলা
  •  দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছাবে ৪০ ডিগ্রিতে 
  •  অস্বস্তি বাড়তে চলেছে সারা রাজ্য জুড়ে 
  •  দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা

Asianet News Bangla | Published : Mar 21, 2021 2:49 AM IST

রবিবার  সারাদিন  আকাশ আংশিক মেঘলা থাকবে শহর ও শহরতলিতে। রাজ্যের তাপমাত্রা ফের স্বাভাবিকের উপরে পৌঁছেছে। সপ্তাহের  সোমবার থেকেই ক্রমশ বাড়ছে তাপমাত্রা।  মূলত আগামী আগামী দু-একদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছাতে চলেছে ৪০ ডিগ্রিতে। উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, নিমতিতাকাণ্ডে বড় মোড়, মন্ত্রী উপর হামলায় তৃণমূলের বিধায়ককে NIA-র জেরার পর নয়া জল্পনা 


আগামী দু-একদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছাতে চলেছে ৪০ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলোতে এখন তাপমাত্রা রয়েছে ৩৮ এর আশেপাশে। আগামী দু-একদিনে তা পৌঁছে যাবে  ৪০ ডিগ্রিতে। এর পাশাপাশি কলকাতাতে তাপমাত্রা রয়েছে ৩৭ ডিগ্রি, তা আগামী তিন দিনে পৌঁছে যাবে ৩৮ ডিগ্রিতে। এক কথায় বলা যায় তাপমাত্রা আগামী দু-একদিনের মধ্য়ে আরও খানিকটা বাড়বে। বৃষ্টিপাতের যদিও খুব একটা সম্ভাবনা নেই সারা রাজ্য জুড়ে। কারণ কোনও সিস্টেম এখনও পর্যন্ত তৈরি হয়নি বঙ্গোপসাগরের উপর। তার জন্য বিশেষভাবে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বলা যেতেই পারে দিনের বেলায় ও রাতের বেলায় আরও অস্বস্তি বাড়তে চলেছে সারা রাজ্য জুড়ে। বৃষ্টি হলেও সেগুলো বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে, কিন্তু তারও সম্ভাবনা অনেক কম। 

 

আরও পড়ুন, 'চরম খুশি আমি', প্রার্থী না হতে পেরেও উলটপূরাণ রায়গঞ্জের এক বিজেপি কর্মীর 

 

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী,রবিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৭.৩ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ। শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৩ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ১৮ শতাংশ। শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৬ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ডিগ্রী ।  বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ১৪ শতাংশ। বৃহস্পতিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.০ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী ।  বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ২৪ শতাংশ।  

Share this article
click me!