জাঁকিয়ে শীত সপ্তাহের শেষে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

সংক্ষিপ্ত

  • মিলল বৃষ্টির পূর্বাভাস
  • সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত
  • কমবে তাপমাত্রার পারদ
  • শুক্রবার রাত থেকেই জাঁকিয়ে ঠাণ্ডা

আবহাওয়ার খানিক পরিবর্তন লক্ষ্য করা যাবে শুক্রবার থেকেই। রাজ্যে বেশ কয়েকদিন ধরে শীতের দাপট না থাকলেও শুক্রবার থেকে আবারও জাঁকিয়ে শীত পড়তে চলেছে বঙ্গে। সপ্তাহের শেষেও শীত পড়বে ভালোই। আবারও হাড় কাঁপানো শীতে মজবে শহরবাসী। শনি ও রবিবার তাপমাত্রার পারদ নামবে আরও, এমনটাই এবার জানানো হল কলকাতা আলিপুর আবহাওয়া দফতর থেকে। 

আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ের হুমকি, গ্রেফতার ২

Latest Videos

শুক্রবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। যদিও দিনের বেলা ততটা শীতের মালুম পড়বে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যে বাড়বে শীত। এদিন নিদের সর্বনিম্ন তাপমাত্র ১৫.১ শতাংশ, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শনি ও রবিবার তা কমেবে আরও। স্বাভাবিকের থেকে অন্তত পক্ষে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকার সম্ভাবনা। ফলে আনুমানি তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৩ ডিগ্রির আসে পাশে। 

আরও পড়ুনঃ কিশোরের রহস্যমৃত্যু, হোটেলের ঘরে মিলল পচাগলা দেহ

অপরদিকে মিলল বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকেই পরিবর্তন হবে আবহাওয়া। পশ্চিমীঝঞ্ঝার কারণে আগামী সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গল-বুধবার বৃষ্টির পূর্বাভাস মিলল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এরপাশাপাশি উত্তরের রাজ্যগুলিতে তুষারপাত হচ্ছে। যার ফলে ঠাণ্ডা উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করার ফলেও খানিক পারদ পতন ঘটবে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার