আজ সারাদিন হাঁসফাঁস অবস্থা কলকাতায়, বৃষ্টি হবে কবে, জানুন আবহাওয়ার পূর্বাভাস

Published : Apr 28, 2021, 08:17 AM ISTUpdated : Jun 01, 2021, 01:19 PM IST
আজ সারাদিন হাঁসফাঁস অবস্থা কলকাতায়, বৃষ্টি হবে কবে, জানুন আবহাওয়ার পূর্বাভাস

সংক্ষিপ্ত

  ফের পারদ চড়ে হাঁসফাঁস অবস্থা কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও চড়তে পারে  বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৮.৫  ডিগ্রি   এদিকে ঝড়-বৃষ্টির কোনও দেখা নেই বাংলায়

বুধবার অষ্টম দফা ভোটের আগে তীব্র গরম এবং সারাদিন অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা সহ রাজ্যে। তাই এসি-পাখার বাইরে এলেই ঘামে ভিজে যাচ্ছে জামা-কাপড়। আবহাওয়া দফতর জানিয়েছে,   শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫  ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আদ্রতাও এদিন অস্বস্তি ধরাতে পারে।

 
আবহাওয়া দফতর জানিয়েছে যে, আগামী ৪৮ ঘন্টায় পারদ আরও চড়তে পারে। চলতি সপ্তাহে তীব্র দাবদাহ অনুভব হতে পারে। কলকাতাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আপেক্ষিক আদ্রতা আরও অস্বস্তি বাড়াবে। তবে আগামী ২৪ ঘন্টা তেমন ঝড়-বৃষ্টির খবর নেই।  আবহাওয়া বিশেষজ্ঞের মতে, পূবালী বায়ু সক্রিয় হওয়ার কারণে তাপমাত্রার বড় পরিবর্তন আসবে। পারদ অনেকটাই নিম্নমুখী হবে।  আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছিল,   ২৪ এপ্রিলের পর নাগাদ ফের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এবং সেদিক থেকে দেখতে গেলে, সেই কথাই সত্যি হল। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩০.৯  ডিগ্রি সেলসিয়ার্স। ৪৮ ঘন্টা পেরিয়ে রবিবার  ৩৮.৬ ডিগ্রি সেলসিয়ার্সে এবং সোমবার তা আরও চড়ে ৩৯.৭  ডিগ্রি সেলসিয়ার্সে। যদিও বুধবারও শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।

 

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫  ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.০ ডিগ্রী।    স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৭ ডিগ্রি সেলসিয়ার্স।   স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৫ ডিগ্রী।    স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৮.৬ ডিগ্রি সেলসিয়ার্স।   স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৪ ডিগ্রী।    স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ২৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৪ ডিগ্রি সেলসিয়ার্স।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.০ ডিগ্রী।    অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ২৪ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 
 

PREV
click me!

Recommended Stories

'আপনার কিডনির জন্য হাঁটুন,' কলকাতার বেসরকারি হাসপাতালের উদ্যোগে বিপুল সাড়া
Today live News: Messi in Mumbai - রবির মুম্বইতে মেসি ম্যাজিক! রাজপুত্রর থেকে ফুটবল প্রশিক্ষণ খুদেদের, দেখা হবে সচিন-ধোনি-রোহিত-সুনীলের সঙ্গে?