আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্য়ে, ভ্য়াপসা গরম কাটিয়ে মুক্তি কলকাতায়

  • শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 
  • বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের  দার্জিলিং কালিম্পংয়ে 
  • বিশেষ করে ৯ তারিখে সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে  
  • শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৭  ডিগ্রি সেলসিয়ার্স 


শুক্রবার ভ্যাপসা গরম কাটিয়ে শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, এদিন  ব্রজ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে বাংলায়।  উল্লেখ্য,   শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৭  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে।

আরও পড়ুন, সেলফি তুলতে গেলে TMC কর্মীকে ধাক্কা জয়ার, 'ভাদুড়ি' ভক্ত পড়ল গড়িয়ে, দেখুন ভিডিও 

Latest Videos

 

 

আবহাওয়া দফতর আরও জানিয়েছে,   শুক্রবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহর-শহরতলিতে ব্রজবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   ৯ ও ১০ এপ্রিল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।  দক্ষিণবঙ্গে আগামী ২ দিন  প্রায় সর্বত্র জেলাতেই কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৯ তারিখে সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। তবে মুর্শিদাবাদ,নদিয়া, বীরভূম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  এদিন  বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের  দার্জিলিং কালিম্পংয়ে।  বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতেই। উল্লেখ্য, রবিবার সন্ধেবেলাতেই বদলেছিল আবহাওয়া। ভ্যাপসা গরম কাটিয়ে সন্ধেবেলাই বইতে থাকে ঝোড়ো হাওয়া। মুহূর্তেই হয় পারদ পতন-আর ছিটে ফোঁটা বৃষ্টি।  সোমবার সারাদিন তার জেরেই ঠাণ্ডা ছিল আবহাওয়া। তবে মঙ্গলবার থেকেই ফের গুমোট গরমের দাপট শুরু হয় রাজ্যে। বাড়তে থাকে আর্দ্রতা জণিত অস্বস্তি। তবে ফের স্বস্তির খবর শোনাল কলকাতা আবহাওয়া দফতর।

 

আরও পড়ুন, 'জীবনের সফলতা-ব্যর্থতা কখনই পরীক্ষার নম্বর ঠিক করে না', বাংলার ছাত্রের সঙ্গে কথোপকথনে মোদী 

 

 

আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, শুক্রবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৭  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।বৃহস্পতিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৮  ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।মঙ্গলবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.১ ডিগ্রি সেলসিয়ার্স। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী।   স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে। অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। 

 

 আরও পড়ুন, সেলফি তুলতে গেলে TMC কর্মীকে ধাক্কা জয়ার, 'ভাদুড়ি' ভক্ত পড়ল গড়িয়ে, দেখুন ভিডিও 

 

Share this article
click me!

Latest Videos

কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News