শহর থেকে কিছুতেই বিদায় নিচ্ছে না বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণবঙ্গে।
শহর থেকে কিছুতেই বিদায় নিচ্ছে না বৃষ্টি। এদিকে হাঁসফাঁস করা গরমকালে ছিটেফোটা বৃষ্টিরও দেখা মেলে না। হাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, কলকাতা-সহ রাজ্যে বৃষ্টির (Rain Forecast) সম্ভাবনা রয়েছে। রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার পর্যন্ত পরিষ্কার আকাশ থাকবে। সকালে হালকা কুয়াশা, বেলায় পরিষ্কার আকাশের সম্ভবানা রয়েছে। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। শনিবার- রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। যদিও কলকাতায় তাপমাত্রা (Temparature) কিছুটা বাড়লেও স্বাভাবিকের নিচে পারদ রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । যদিও কুড়ি তারিখ থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উপকূলের জেলা, যেমন মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া ,হুগলি, কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে । রাতের তাপমাত্রা আগামী তিন দিনে আরও দুই থেকে তিন ডিগ্রী বাড়বে। ১৯ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি হবে । কুড়ি তারিখ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই । বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ফলে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া প্রবেশ করছে বঙ্গে ।পাশাপাশি উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল হাওয়া ও জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার মিশ্রণ এই বৃষ্টিপাতের কারণ।
আরও পড়ুন, ফের সংক্রমণ বাড়ল রাজ্যে, বাঁকুড়ায় আক্রান্ত বেড়ে প্রায় ৫ গুণ, কোভিডে বলি ১০ জেলায়
হাওড়া অফিস জানিয়েছে, দার্জিলিং- কালিম্পংয়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে রবিবার। উত্তরবঙ্গের বাকি জেলাতে শনিবার আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা রবিবার। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরে হাওয়া। পুবালি হাওয়ার দাপট বাড়বে। শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে পূবালী হওয়ায় ভর করে। এই জলীয় ও বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা দক্ষিন ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪পরগনা, ঝাড়গ্রাম জেলাতেও হালকা- মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন, স্বামী টিকিট পেলেও পাননি স্ত্রী, পুরভোটে প্রার্থী পদ না পাওয়ায় বিবাহ বিচ্ছেদ দমদমে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ইতিমধ্য়েই তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। সর্বনিম্ন ৪০ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস। এদিকে গত সপ্তাহে যেখানে সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। অপরদিকে, শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। সর্বনিম্ন ৪৪ শতাংশ বলে জানিয়েছিল হাওয়া অফিস।