অস্বস্তিকর আবহাওয়া আর কতক্ষণ কলকাতায় ? বৃষ্টি পাবে কি আজ দক্ষিণবঙ্গ

শনিবার সকাল থেকেই ফের অস্বস্তি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।  গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭২ ঘন্টা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। 

শনিবার সকাল থেকেই ফের অস্বস্তি কলকাতায়। গরম আর আদ্রতা থেকে মেলেনি মুক্তি। যদিও গতকালের বৃষ্টির পর কিছুটা শান্তি মিলেছে দক্ষিণবঙ্গে। তবে সকাল হতেই রোদের তেজে ফের অস্বস্তি বাড়ছে।আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে।তবে ততটা সুযোগ নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে।হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়।  তবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ,কোচবিহারের হালকা- মাঝারি বৃষ্টি। ২৪ ঘন্টা পর থেকে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম ও আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টি। কলকাতায় অস্বস্তি বজায় থাকবে গরম থাকবে। বর্ষা থমকে রয়েছে। কোনো অগ্রগতি হয়নি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও বর্ষার প্রবেশের সম্ভাবনা নেই।

Latest Videos

আরও পড়ুন, হাওড়াতে কি ১৪৪ ধারা জারি হতে চলেছে ? মমতার আবেদনে সাড়া না দিয়ে নুপুর ইস্যুতে উত্তাল এই জেলা

  স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের হাঁসফাঁস গরমে অতিষ্ঠ শহরবাসী।  স্বস্তি পেতে চাইছে কলকাতা-দক্ষিনবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নির্ধারিত সময়ের ৪ দিন আগেই বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে। বর্ষার প্রভাবে আগামী ৫ দিন প্রবল বর্ষণ উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের সব রাজ্যগুলিতেই বর্ষার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে এখনও অবধি বর্ষার পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা কোচবিহার ও আলিপুরদুয়ারে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও হালকা সম্ভাবনা দক্ষিণবঙ্গের কিছু জেলায়। 

 আরও পড়ুন, তপন খুনের মামলায় চাপ বাড়ল কি তৃণমূল নেতাদের, লিগ্যাল সেলের পরামর্শ চাইছে সিবিআই

 এদিকে ভোর থেকেই শহরের আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আদ্রতা জনিত তাপ অত সহজে যাবে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বেঙ্গালুরু থেকে শিলিগুড়ির উপর দিয়ে বিস্তৃত ছিল। ২ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর সিকিমের বাকি অংশে ঢুকে পড়বে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। যদিও দেশের একাধিক রাজ্যে এখনও পুরোপুরি স্বস্তি নেই । দেশের রাজধানী দিল্লি -সহ বেশ কিছু রাজ্য়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। 

 আরও পড়ুন, পথ শিশুদের প্রতিভাকে সামনে আনতে চান উচ্চমাধ্যমিকের টপার, অঙ্ক নিয়ে পড়ার ইচ্ছে অদিশার

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury