একদিকে যেমন রাজ্য়ও সামলান, রান্নাও করেন দারুন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী

  • কালীপুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে রান্না করলেন
  • দেখে বোঝাই যাচ্ছিল, তিনি রান্নার ব্য়পারেও কতটা নিপুণ
  • এদিন বিশিষ্ট জনের সঙ্গে ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা
  • আন্তরিকতার সঙ্গে তাদেরকে মিষ্টিমুখও করান তিনি

Ritam Talukder | Published : Oct 28, 2019 1:12 PM IST / Updated: Oct 28 2019, 06:45 PM IST

 রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে রান্না করলেন, তার বাড়ির কালীপুজোর ভোগ । তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী । দক্ষ প্রশাসকের ভূমিকায়  তাঁকে অনেকদিন ধরেই দেখছেন বাংলার মানুষ। শিল্প-সাহিত্যের পাশাপাশি  রান্না করার ক্ষেত্রেও তিনি দক্ষতা রাখেন।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একবার সাক্ষাত্‍কারে  জানিয়েছিলেন সেসব কথা। 

আরও পড়ুন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন ৭ নভেম্বর, আমন্ত্রিত মোদী-মমতা

কালী পুজোয় যখন পুরো শহর সেজে উঠেছে,  তখন বাংলার মুখ্যমন্ত্রীর বাড়িতে যেন এক সেরা মুহুর্ত। সব ব্য়স্ততাকে সরিয়ে রেখে যত্নের সঙ্গে পুজোর ভোগ তৈরী করছিলেন। দেখে বোঝাই যাচ্ছিল, তিনি রান্নার ব্য়পারেও কতটা নিপুণ। তিনি যে সকল কাজেই অনবদ্য়, তা বেশ বোঝা যাচ্ছে।

আরও পড়ুন, ইলিশ ভেটকি পাবদায় আগুন, ভাইয়ের পাতে মাছ যোগাতে হিমশিম খাচ্ছেন দিদিরা

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্য়ের সব বিশিষ্ট জনেরাই উপস্থিত ছিলেন।  রাজ্যের সাংবিধানিক প্রধান থেকে শুরু করে মন্ত্রী,আমলা,গানের জগতের শিল্পী,  সিনেমার মানুষজনের সঙ্গে ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়, সবাইকেই  সমান আন্তরিকতার সঙ্গে আপ্যায়ন করেছেন। তাদেরকে মিষ্টিমুখও করান তিনি।
 

Share this article
click me!