১ অক্টোবর থেকে খুলছে রাজ্যের সিনেমা হল, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

Published : Sep 27, 2020, 02:57 AM ISTUpdated : Sep 27, 2020, 03:08 AM IST
১ অক্টোবর থেকে খুলছে রাজ্যের সিনেমা হল, টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী

সংক্ষিপ্ত

এবার রাজ্য়ে খুলে যেতে চলেছে সিনেমাহল  পয়লা অক্টোবর থকে খুলবে রাজ্য়ের সব হল সিনেমাহলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য়  টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়

এবার রাজ্য়ে খুলে যেতে চলেছে সিনেমাহল। পয়লা অক্টোবর থকে রাজ্য়ের সব সিনেমাহলগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য় সরকার। এমনটাই টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। 

চিটফান্ডের আমানতকারীদের টাকা ফেরাতে কী করছে রাজ্য়, স্বরাষ্ট্রসচিবের রিপোর্ট তলব হাইকোর্টের

তবে শুধু সিনেমাহল নয়। একে একে খুলে যাচ্ছে নাটকের মঞ্চ, যাত্রা মঞ্চগুলিও। তবে এই সব জায়গায় সামাজিক দূরত্ববিধি মেনে সব আয়োজনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দুর্গাপুজোর আগে এই ঘোষণায় খুশি সিনেমা নাটক, যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত ব্য়ক্তিরা।

আগে কলকাতা পুলিশের কর্তাকে বাঁচাতে নিজেই হাজির হতেন, মুখ্যমন্ত্রীকে খোঁচা রাজ্য়পালের. 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ অক্টোবর থেকে যাত্রাপালা, ওপেন এয়ার থিয়েটার, সিনেমা, সঙ্গীত অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান, কবিতা পাঠ, এবং ম্যাজিক শো-র মতো অনুষ্ঠান ৫০ জন অংশগ্রহণকারী নিয়ে অনুষ্ঠিত করা যাবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হল মালিক থেকে শুরু করে মঞ্চ শিল্পীরা।

তিনবার ডেকেও সাড়া দেননি ডিজিপি,কী গোপন করা হচ্ছে- প্রশ্ন রাজ্য়পালের

এর আগে করোনা আবহে লকডাউনের সময় বন্ধ হয়েছিল সিনেমা হল৷ আনলক পর্বে শপিং মল, জিম এমন অনেক কিছুরই দরজা খুললেও সিনেমা হল বন্ধ ছিল। ধাক্কা খেয়েছিল সিনেমা, নাটক, যাত্রার মতো শিল্প।

PREV
click me!

Recommended Stories

মেসির কনসার্টে মাঠেই উপস্থিত ছিলেন মন্ত্রী-ঘনিষ্ঠ ৩০০ জন, পুলিশি জেরায় বিস্ফোরক মন্তব্য শতদ্রু দত্তর
বছর শেষের আগে মোদীর পর বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, ভোটের রণকৌশল ঠিক করে দেবেন প্রধানমন্ত্রীর ডেপুটি?