রাজ্য়ে মৃত্যু থেমে তিনে,করোনায় আক্রান্ত ৬১

  •  ক্রমশই সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্তরা
  • রাজ্যে সব মিলিয়ে ৬১জন করোনায় আক্রান্ত
  • মৃতের সংখ্য়া এখনও পর্যন্ত ৩ বলে জানান মুখ্য়মন্ত্রী
  •  সাংবাদিক বৈঠকে করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী 

Asianet News Bangla | Published : Apr 6, 2020 1:01 PM IST / Updated: Apr 06 2020, 06:47 PM IST

রাজ্য়ে একাদিক আক্রান্ত হলেও ক্রমশই সুস্থ হয়ে উঠছেন করোনা আক্রান্তরা। সোমবার বেলা ১২টা পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্য়া এখনও পর্যন্ত ৩। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

চিড়িয়াখানায় বাঘের শরীরে করোনা, নবান্নে বার্তা পাঠাল কেন্দ্র.

রাজ্য়ের সাম্প্রতিক চিত্র বলছে, করোনার আপডেট দিতে রোজ বিকেলে মেডক্যাল বুলেটিনের ব্যবস্তা করেছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু বিগত দিনে নবান্নের সঙ্গে করোনায় মৃতের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব বাধে। রাজ্য়ে করোনায়  কতজন মারা যাচ্ছেন তা জানতে সরকারি নথিতেই ভরসা রাখতে বলেন মুখ্য়মন্ত্রী। যা নিয়ে বিরোধীদের কটাক্ষের শিকার হন  মুখ্য়মন্ত্রী। এ নিয়ে সিপিএমের রাজ্য় সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, রোগ লুকিয়ে রাখলে বিপদ বাড়ে। মমতাকে এ বিষয়ে খোঁচা দিতে ছাড়েননি বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। সরাসরি মুখ্য়মন্ত্রী মৃতের সংখ্য়া নিয়ে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন তিনি। 

রাজ্য়ে করোনায় মৃত কারা, ৩৪টি পরীক্ষার ফল দেখে সিদ্ধান্ত..

রবিবার নবান্নে মেডক্যাল বুলেটিন বন্ধ থাকলে জোর পায়  বিরোধীদের দাবি। অনেকেই বলতে শুরু করেন, মৃতের সংখ্য়া লুকোতেই রবিবার নবান্নে বুলেটিন বন্ধ করা হয়েছে। যদিও এদিন মুখ্য়মন্ত্রী জানিয়ে দেন,রাজ্য়ে করোনা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপড়তায় কাজ হচ্ছে। রবিবার ছুটির দিন বলে নবান্নে ব্রিপিং বন্ধ রাখা হয়েছে। কিন্তু তা নিয়ে অনেক দলের আইটি সেল রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।  নাম না করে রাজনৈতিক দলগুলিকে মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি করার সময় এটা নয়। বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল ফেক নিউজ ছড়াচ্ছে।

একদিকে কচুপাতা সেদ্ধ খাচ্ছে মানুষ, অন্যদিকে ত্রাণের নামে বিধায়কের সমাবেশ.

সোমবার নবান্নে সাংবদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এদিন বেলা ১২টা পর্যন্ত রাজ্যে ৬১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৫টি আক্রান্ত হওয়ার ঘটনা শুধু সাতটি পরিবারের মধ্যেই। ৯৯শতাংশ আক্রান্তের সঙ্গেই বিদেশ যোগ ছিল। এছাড়াও কালিম্পঙে একটি পরিবারের ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার মধ্যে ১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এরা সবাই চেন্নাই থেকে এসেছিলেন। এমনকী রাজ্য়ে কমান্ড হাসপাতালের যে চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন,তাঁর পরিবারেরও ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

এই বলেই অবশ্য় থেমে থাকেননি মুক্য়মন্ত্রী। তাঁর দাবি, নদিয়ার তেহট্টের পরিবারের সঙ্গেও ব্রিটেনের যোগ পাওয়া গেছে। যার জেরে তেহট্টে ৫ জন করোনা আক্রান্ত। এগরাতেও আক্রান্ত ব্যক্তি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়ে মোট ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যদিও মুখ্য়মন্ত্রীর বিশ্বাস,
রাজ্য়ে দ্রুত সুস্থ হচ্ছেন করোনা আক্রান্তরা। ইতিমধ্য়েই রাজ্য়ে ১৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। কালিম্পঙে আক্রান্ত ১০ জনের মধ্যে ৪ জনের আজ নেগেটিভ রিপোর্ট এসেছে। 

Share this article
click me!