গভীর রাতে টুইটে তোপ দাগতেই ট্রোলড রাজ্যপাল, কমেডি-কটাক্ষ নেটিজেনদের


'কোনও দুঃস্বপ্ন দেখলেন বুঝি',গভীর রাতে গর্ভনরের টুইট দেখে সরগরম নেটদুনিয়া। সাংবিধানিক দায়িত্বের ইস্যু তুলে টুইট করতে নেটিজেনদের একাংশ রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে মশকরা করেছেন।

Ritam Talukder | Published : Jul 10, 2021 9:11 AM IST / Updated: Jul 11 2021, 11:03 AM IST


গভীর রাতে গর্ভনরের টুইট দেখে সরগরম নেটদুনিয়া। সাংবিধানিক দায়িত্বের ইস্যু নিয়ে মাঝরাতে ফের টুইটে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তারপরেই তৃণমূলের সমর্থক তথা নেটিজেনদের কমেডির তোপে রাজ্যপাল।

আরও পড়ুন, 'আন্দোলন করে দাম কমবে না', PAC-Petrol কাউকেই ছাড়লেন না দিলীপ

Latest Videos

 

 

 

 

রাজ্যপাল রূপে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকার  সঙ্গে একাধিক সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনখড়। সম্পর্ক ঠিক করতে ২০২০ সালে মিষ্টি সহ ফুলের স্তবকও পাঠিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তাই পয়লা বৈশাখে  শুভেচ্ছাও জানান রাজ্য়পাল। তবে সে গুড়ে চিড়ে ভেজেনি বলেই চাপান উতোর রাজনৈতিক মহলে। বাংলা দেখেছে তারপরেই রাজ্যপালের সঙ্গে তৃণমূলের সরকারের সংঘাত। তারপরে গঙ্গায় বহু জল বয়ে গিয়ে এসেছে কোভিড, এসেছে একুশের নির্বাচন, ভোট পরবর্তী হিংসার ইস্যুতে আইন-শৃঙ্খলার ইস্যু। বাদ যায়নি নারদ কাণ্ড। কাঠগড়ায় দাঁড়িয়েছে তৃণমূল। রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত ক্রমশ বেড়েছে বই কমেনি। এহেন পরিস্থিতিতে শিরোণামে এখন বিধানসভার বাজেট অধিবেশন। সম্প্রতি বিধানসবার বাজেট অধিবেশনের ভাষণ নিয়ে দু-পক্ষের দ্বন্বে সরগরম রাজ্য- রাজনীতি। এমনই সময় মাঝরাতে টুইটে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তারপরেই গভীররাতে নেটিদুনিয়ার খোরাক হলেন তিনি। নেটিজেন নানাবিধ রসিকতা করে দেগেছে পাল্টা তোপ।

 

 

আরও পড়ুন, বাংলার ৭ IPS-কে দিল্লিতে তলব ED-র, কয়লাকাণ্ডে ফের মোড় নেবে কি রাজ্য-কেন্দ্র সংঘাত

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিকবার রাজ্যপালে সঙ্গে দেখা করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানিয়েছেন। গিয়েছেন নন্দীগ্রামে হিংসায় ক্ষতিগ্রস্থ বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করতে। সম্প্রতি দিল্লিতে দুবার অমিত শাহ-র সঙ্গে সাক্ষাত সেরেই উত্তরবঙ্গ সফরও সেরেছেন। সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়কের সুরেই রাজ্যপাল। তারপরেই সাংবিধানিক দায়িত্বের ইস্যু তুলে টুইট করতে নেটিজেনদের একাংশ রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে মশকরা করেছেন। কেউ বলেছেন, এতরাতে ঘুম না আসার কারণেই কী টুইট, আবার  'কোনও দুঃস্বপ্ন দেখলেন বুঝি' বলেও ধনখড়কে কটাক্ষ করেছেন নেটিজেনরা।

 

 

 

Share this article
click me!

Latest Videos

'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
সিঙ্গুরের রাস্তায় জগদ্ধাত্রী শোভাযাত্রায় পা মেলালেন সাংসদ রচনা ব্যানার্জী! | Jagadhatri Puja 2024