শেষকৃত্য়ে এলেন না স্বামী, গৃহবধুর মৃত্য়ু ঘিরে রহস্য় গার্ডেনরিচ এলাকায়

Published : Nov 27, 2019, 04:00 PM ISTUpdated : Nov 27, 2019, 05:47 PM IST
শেষকৃত্য়ে এলেন না স্বামী, গৃহবধুর মৃত্য়ু ঘিরে রহস্য় গার্ডেনরিচ এলাকায়

সংক্ষিপ্ত

গৃহবধুর র মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য় ছড়াল গার্ডেন রিচ এলাকায়  ফরজানাজকে পাওয়া গিয়েছে বরফের চাই-র উপরে মৃতার স্বামী, খিদিরপুরের একটি দোকানের মালিক  এমনকি তিনি তাঁর স্ত্রীর শেষকৃত্ত্বে উপস্থিত থাকেননি

গৃহবধুর রহস্য়জনক মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য় ছড়াল গার্ডেন রিচ এলাকায়। পুলিশি সূত্রে জানা গিয়েছে, ২৪ বছর বয়সি ফরজানাজকে পাওয়া গিয়েছে বরফের চাই-র উপরে। ইতিমধ্য়েই পুলিশ তদন্তে নেমেছে। কেন মৃতার স্বামী, তাঁর স্ত্রীর শেষকৃত্য়ে এলেন না, তা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন, মমতার চিঠির জবাব, মাঝেরহাট সেতু নিয়ে রাজ্যের ঘাড়েই দায় চাপাল রেল

মৃতার স্বামীর নাম মহম্মদ জাভেদ ইরাকি। তিনি খিদিরপুরের একটি দোকানের মালিক। হম্মদ জাভেদ ইরাকি জানিয়েছেন, গয়াতে তিনি শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এমনকি তিনি তাঁর স্ত্রীর শেষকৃত্য়ে উপস্থিত থাকেননি।

আরও পড়ুন, দর্জির লালসার শিকার সাত নাবালিকা, এবার সরশুনার হোমে যৌন নিগ্রহ

 ময়না তদন্তের পর জানা গিয়েছে যে, ফরজানাজের হার্টের অবস্থা ভাল ছিল না। ফরজানাজের মা-বাবা জানিয়েছেন, তাঁরা গয়া থেকে কলকাতায় আসছিলেন। তাঁদের অভিযোগ, মেয়ে বিষাক্ত দুধ খাওয়ার পরেই মৃত্য়ুর কোলে ঢলে পড়ে। অবশ্য় তাঁরা এখনও কোনও অভিযোগ দায়ের করেননি। 

PREV
click me!

Recommended Stories

মেট্রো যাত্রীদের জন্য সুখবর! আজ থেকে হাওড়া-সল্টলেক মেট্রোর সূচিতে বড় বদল
WB Weather Update: বঙ্গে জাঁকিয়ে বসেছে শীত! কুয়াশার চাদরে ঢাকবে কোন কোন জেলা? জেনে নি কী বলছে হাওয়া অফিস