করোনা মুক্তি পেয়েও ফের পুলিশের জালে বন্দি, গ্রেফতার ১

Published : Apr 05, 2020, 05:04 PM IST
করোনা মুক্তি পেয়েও ফের পুলিশের জালে বন্দি, গ্রেফতার ১

সংক্ষিপ্ত

সম্প্রতি করোনা মুক্তি দেওয়া রাজ্য়ের অনেক বন্দিদের  এদিকে করোনা আবহে জেল থেকে ছাড়া পেয়েই ফের চুরি   এক যুবককে গ্রেফতার করল নিউ আলিপুর থানার পুলিশ  ধৃতকে জেরা করে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ সহ মোবাইল 

গোষ্ঠি সংক্রমণ রুখতে রাজ্য়ের বন্দিদের একাংশকে করোনা মুক্তি দেওয়া হয়েছিল। আর তারপর মাস ঘুরতে না ঘুরতেই সেই করোনা মুক্তি পাওয়া এক বন্দি চুরির দায়ে ফের পুলিশের জালে ধরা পড়ল। তবে তাঁর সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন, করোনা মোকাবিলায় বিপুল খরচ, নতুন নিয়োগ বন্ধের সিদ্ধান্ত রাজ্যের


পুলিশি সূত্রে জানা গিয়েছে, লকডাউনের সময় এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে নিউ আলিপুর থানার অফিসাররা। তার হাবভাবেই সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, বাড়ি বেহালার আর ডি বাগানে। গত বছর বাইক চুরির অভিযোগে মহেশতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছিল তাকে। তার কাছ থেকে কয়েকটি বাইকও পুলিশ উদ্ধার করে। এই তথ্য পাওয়ার পরই যুবককে গ্রেপ্তার করে নিউ আলিপুর থানার পুলিশ।

আরও পড়ুন, 'জনসংখ্য়ার অনুপাতে করোনা আক্রান্তের সংখ্য়া অনেক কম', অভয় বার্তা দিলেন চিকিৎসক কুনাল সরকার

পুলিশি সূত্রে খবর, জেরার মুখে ওই যুবক জানিয়েছে গত ডিসেম্বরে কলকাতা ছেড়ে পালানোর পর সে নদিয়ার ধুবুলিয়ায় থাকতে শুরু করে। সেখানে একটি বাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে সুমন। এতদিন সে কৃষ্ণনগর জেলে ছিল । সম্প্রতি করোনা ভাইরাসের হাত থেকে জেলের বন্দিদের বাঁচাতে অনেককেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।  গত ১ এপ্রিল সুমন ছাড়া পায় জেল থেকে। এরপরই সে কলকাতায় চলে আসে। মোবাইল চুরির কথা স্বীকার করে নিয়েছে ওই ধৃত। তাকে জেরা করে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ।

 

 

 রাজ্য়ে করোনায় আক্রান্ত এবার এক নার্স, পরিবারকে কোয়ারেনটাইনে থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের

করোনা আক্রান্তদের এমআর বাঙ্গুরে স্থানান্তর ঘিরে তুলকালাম, অভিযোগ নিয়ে অবস্থান বিক্ষোভে নার্সরা

পাঁচিল টপকালেই ভাইরাস এক্সপার্ট সেন্টার, তবুও মুখ ফিরিয়ে মেডিক্য়াল কলেজ

PREV
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা