মহাকরণের সামনেই মনের সুখে টিকটক ভিডিও, তাড়া খেয়ে আহত যুবক

  • মহাকরণের সামনে দাড়িয়ে টিকটক ভিডিও করছিল একদল যুবক 
  •  মানসিক ভারসাম্য়হীন এক ব্য়ক্তির তাড়া খেয়ে আহত হয় এক যুবক 
  • পুলিশকর্মীরাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন 
  •  মহাকরণের সামনে কেন তাঁরা ছবি তুলছিলেন,  প্রশ্নের মুখে পড়তে হয় 


মহাকরণের সামনে দাড়িয়ে টিকটক ভিডিও করতে গিয়ে, তাড়া খেয়ে আহত হল যুবক। মানসিক ভারসাম্য়হীন এক ব্য়ক্তির তাড়া খেয়ে আহত হলেন ওই যুবক। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ওই আহত তরুণকে। এই মুহূর্তে আহত ওই যুবক শহরের একটি হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন, পরীক্ষা শুরুর এক ঘণ্টা যাওয়া যাবে না শৌচাগারে, নয়া বিধি উচ্চমাধ্যমিকে

Latest Videos

পুলিশি সূত্রের খবর, মঙ্গলবার হোলির দিন বিকেলে কয়েকজন তরুণ মহাকরণের সামনে দাড়িয়ে সেলফি তুলছিল। তার সঙ্গে টিকটক ভিডিও তোলার হিড়িক ওঠে। আচমকাই হঠাৎ তাদের সামনে চলে আসে মানুসিক ভারসাম্য় এক ব্য়ক্তি। এবং তিনি যুবকেদের তাড়া করেন আপন মনের খেয়াল। সূত্রের খবর, তাড়া খেয়ে ভয় পেয়ে ওই যুবকরা দৌড়তে গিয়ে পড়ে গিয়ে আহত হন।

আরও পড়ুন, দোলের পরেই সুখবর, একলাফে দাম কমল পেট্রোল-ডিজেলের


সূত্রের খবর, সেই সময়ই তাঁদের মধ্যে একজন পড়ে যান। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। এরপরই ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশকর্মীরাই তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। যদিও মহাকরণের সামনে কেন তাঁরা ছবি তুলছিলেন, তা নিয়ে যুবকদের প্রশ্নের মুখে পড়তে হয়। যুবকরা পুলিশকে জানান যে,  মহাকরণের সামনে ছবি তোলা যায় না বিষয়টি তাদের অজানা ছিল।পুলিশ জানিয়েছে,  জিজ্ঞাসাবাদের পর ওই যুবকদের ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, ২০০টির কাছাকাছি শূন্য় পদ, পুরভোটের আগে ফের শিক্ষক নিয়োগ রাজ্যে

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir