চুলের যত্নে নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার তো আছেই। সঙ্গে অয়েল মাসাজ, স্পা, হেয়ার প্যাক আরও কত কী। এবার চুল সুন্দর হবে শুধু নারকেল তেলের গুণে। আজ রইল পাঁচটি উপায়ের হদিশ। এই পাঁচ উপায় চুলে নারকেল তেল ব্যবহার করুন। এতে চুল যেমন মজবুত হবে, তেমনই চুল হবে সুন্দর। সঙ্গে দূর হবে একাধিক চুলের সমস্যা।
এক ঢাল কালো ঘন চুল সকলেরই কাম্য। এই চুল মজবুত করতে আমরা কত কী করে থাকি। নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার তো আছেই। সঙ্গে অয়েল মাসাজ, স্পা, হেয়ার প্যাক আরও কত কী। এবার চুল সুন্দর হবে শুধু নারকেল তেলের গুণে। আজ রইল পাঁচটি উপায়ের হদিশ। এই পাঁচ উপায় চুলে নারকেল তেল ব্যবহার করুন। এতে চুল যেমন মজবুত হবে, তেমনই চুল হবে সুন্দর। সঙ্গে দূর হবে একাধিক চুলের সমস্যা। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
প্রথন এক টুকরো কর্পূর ভেঙে গুঁড়ো করে নিন। এবার এই কর্পূর মেশান নারকেল তেলের সঙ্গে। ভালো করে মিশিয়ে নিন। তারপর এই তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে খুশকি দূর হবে।
নারকেল তেলের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে লাগাতে পারেন। একটি পাত্রে সম পরিমাণ নারকল তেল ও আমন্ড অয়েল নিয়ে ভালো করে মেশান। তারপর এই তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল নরম হবে।
যারা অধিক চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা নারকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল গানা। একটি পাত্রে সম পরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল নিয়ে মেশান। এই তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল পড়া বন্ধ হবে। সঙ্গে নতুন চুল গজাবে।
ফ্রিজি হেয়ারের সমস্যা দূর হবে নারকেল তেলের গুণে। একটি পাত্রে সম পরিমাণ অলিভ অয়েল ও নারকেল তেল নিন। ভালো করে মেশান এই তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে চুল নরম হবে। চুল পড়া, ফ্রিজি হেয়ারা ও শুষ্ক স্ক্যাল্পের সমস্যা সমাধানে অলিভ অয়েল ও নারকেল তেলের মিশ্রণ বেশ উপকারী।
নতুন চুল গজাতে মাখতে পারেন অনিয়ান অয়েল। একটি পাত্রে অনিয়ন অয়েল নিন। তাতে মেশান নারকেল তেল। মিশ্রণটি স্ক্যাল্পে লাগান। এই তেল দিয়ে স্ক্যাল্পে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে নতুন চুল গজাবে। এই তেল চুলের জন্য বেশ উপকারী। চুলে পুষ্টি জোগাতেও সাহায্য করে এই তেল।
আরও পড়ুন- ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন এই পাঁচটি তেল, জেনে নিন কী কী
আরও পড়ুন- কোভিড থেকে হতে পারে কার্ডিয়াক অ্যারেস্ট, এখন থেকে সাবধান হন আপনার সন্তানকে নিয়ে