গাড়ির সারা গায়ে গোবর দিলেন মহিলা! কারণ জানলে অবাক হবেন

swaralipi dasgupta |  
Published : May 21, 2019, 06:54 PM ISTUpdated : May 21, 2019, 06:56 PM IST
গাড়ির সারা গায়ে গোবর দিলেন মহিলা! কারণ জানলে অবাক হবেন

সংক্ষিপ্ত

আহমেদাবাদের এক মহিলা এক অভিনব কাজ করলেন, যা শুনলে আকাশ থেকে পড়তে হয়। সেই মহিলা নিজের পুরো গাড়িটির গায় গোবর লেপে রাখলেন।


গরমে প্রাণ ওষ্ঠাগত মানুষের। আহমেদবাদে এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে বাড়িতে বসে থাকা গেলেও, রাস্তায় বেরলে ঝলসে যেতে হয়। বিশেষ করে যাঁরা চালকের সিটে বসে গাড়ি চালান, তাঁদের অবস্থা কল্পনাতীত হয়ে ওঠে। 

এই সমস্যা এড়াতে আহমেদাবাদের এক মহিলা এক অভিনব কাজ করলেন, যা শুনলে আকাশ থেকে পড়তে হয়। সেই মহিলা নিজের পুরো গাড়িটির গায় গোবর লেপে রাখলেন। ভাবছেন তো কেন! শুধুমাত্র গাড়িটির তাপমাত্রা কম রাখতে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি, যাতে গাড়ি চালানোর সময়ে কষ্ট না হয়।  তবে এই পুরো ব্যাপারটাই দাবি করেছেন একজন ফেসবুকার। 

রূপেশ গৌরাঙ্গ দাস নামে এই ব্যক্তি ফেসবুকে ছবি শেয়ার করেন। দেখা যায়, একটি গাড়ির পুরো গায়ে লেপে রাখা হয়েছে গোবর। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি। 

তবে এই পদ্ধতি গাড়িতে কেউ ব্যবহার না করলেও প্রাচীন কালে এটা অনেকেই করে থাকতেন। বাড়ির দেওয়াল যাতে গরম না হয়ে যায়, তাই দেওয়ালে লেপে রাখা হতো গোবর। তবে গাড়ির উপরে এই অভিনব কাজ এই প্রথম। কিন্তু কে সেই মহিলা বা এই ফেসবুক পোস্টের সত্যতা কত তা এখনও পরিষ্কার নয়। 
 

PREV
click me!

Recommended Stories

নবদ্বীপে মহাপ্রভুর ভোগ দর্শন, কিভাবে পাবেন এই ভোগ জানুন বিস্তারিত
সৌন্দর্য ও সুগন্ধের মেলবন্ধন! এই ৫টি গাছ বাড়িকে বানাবে পারফিউম গার্ডেন