ফেসিয়াল করার পর সাবধান, ভুলেও করবেন না এই কাজগুলো

Published : Jul 12, 2019, 07:31 PM IST
ফেসিয়াল করার পর সাবধান, ভুলেও করবেন না এই কাজগুলো

সংক্ষিপ্ত

মুখের লাবণ্য ফেরাতে ফেসিয়াল করেন অনেকে ফেসিয়াল করার পর ত্বকের বিশেষ যত্ন নিন মুখ পরিষ্কার করুন কেবল জল দিয়ে নইলে হতে পারে ত্বরে ক্ষতি

মুখের ত্বককে ভালো রাখতে অনেকেই মনে করেন যে ফেসিয়াল কার প্রয়োজন। কিন্তু ফেসিয়াল করার পরও মেলে না অনেকের সুফল। তার অন্যতম কারণ হল ফেসিয়ালের পর সবাই সঠিকভাবে ত্বকের যত্ন নেন না। তাই এই সময় ত্বকের অনেক সমস্যা দেখা যায়।

আরও পড়ুনঃ বাড়ছে তল পেটের মেদ, রইল কমিয়ে ফেলার সহজ উপায়

ফেসিয়াল করার পর কী কী করবেন না তা জেনে নিয়ে ত্বকের পরিচর্যা করুন। 
১. ফেসিয়াল করার পর মুখ ধোবেন জল দিয়ে। ফেসিয়ালের পর মুখের ত্বকের সেলগুলো খুলে যায়। তাই এই সময় সাবান বা ফেসওয়াস দেওয়া ঠিক নয়।
২. ফেসিয়াল করার পর দুই থেকে তিন দিন অন্ততপক্ষে ম্যাসাজ করা ঠিক নয়। ত্বক খুন নমনীয় হয়ে থাকে। তাই এই সময় মাসাজ করলে মুখে লাল দাগ পড়ে যায়। 
৩. ফেসিয়ালের পর স্টিম বাথ নেবেন না। এতে ত্বকের লাবণ্য নষ্ট হয়। তাই গরম কিছুর সামনে না যাওয়াই ভালো।
৪. সরাসরি সূর্যের আলোয় না থাকাই ভালো। সুর্যের আলো লাগলে এই সময় ত্বকের ক্ষতি আরও বেশি হয়। ফলেই রোদ থেকে দুরে থাকুন।
৫. মুখে কোনও অন্য ক্রিম বা কসমেটিক্স ব্যাবহার করবেন না। এর ফলে ত্বক নষ্ট হতে পারে। ব্রণর সমস্যা বেড়ে যায়। 

PREV
click me!

Recommended Stories

২০২৬ সালে বড় পরবর্তন হবে গোটা বিশ্বে! বহু আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা
শীতকালে ডেইজি ফুল দিয়ে বাগান ভরিয়ে তুলবেন কিভাবে রইলো কিছু কৌশল