বাড়ছে তল পেটের মেদ, রইল কমিয়ে ফেলার সহজ উপায়

  • ঝরিয়ে ফেলুন পেটের বারতি মেদ
  • তল পেটের মেদ কমাতে মাথায় রাখুন কয়েকটি টিপস
  • এড়িয়ে চলুন বাইরের খাবার
  • সময় মতন খাবার খান

Jayita Chandra | Published : Jul 12, 2019 1:28 PM IST

শরীরে বাড়তি মেদের দেখা না মিললেও ক্রমেই তল পেটের চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে। তা থেকে সমস্যা বাড়ছে পোশাক পড়তে, ব্যাম করতে, ঝুঁকে কাজ করতে প্রভৃতি। তাই কমিয়ে ফেলুন তল পেটের চর্বি। এই চর্বি থেকে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই অল্প থাকতেই তা কমিয়ে ফেলা প্রয়োজন। নয়তো তা কমাতে রীতিমতন বেগ পেতে হবে পরবর্তীতে। 

আরও পড়ুনঃ প্রতিদিন নিয়ম করে গান শোনেন, জানুন অজান্তেই কতটা উপকার করছেন নিজের

রইল তল পেটের মেদ কমানোর সহজ উপায়ঃ
১. ঘুম থেকে উঠেই পাতি লেবুর জল খান। অবশ্যই জল সামান্য গরম করে নেবেন। এতেই পাতি লেবুর রস মিশিয়ে সামান্য মধু দিয়ে খেয়ে নিন। মিলবে সুফল।
২. বাইরের খাবার যত সম্ভব কম খান। ফলে তা থেকে সমস্যা বাড়ার সম্ভাবনা থাকবে না। এবং বাড়তি চর্বি জমা বন্ধ হবে।
৩. প্রচুর পরিমাণে ফল ও শাকসব্জি খান। এতে পুষ্টি ও ভিটামিনের পরিমাণ বেশি থাকায় শরীরে খিদে মেটাবে, এবং অসময়ের খিদে কমাতে সাহায্য করবে।
৪. চাল জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন। এতে ফ্যাটের পরিমাণ বাড়তে পারে। তাই ভাতের বদলে রুটি খান। প্রেসার কুকারে ভাত রান্না করবেন না।
৫. সকালে উঠেই ব্যায়ম করুন। এতে শরীর ভালো থাকে ও শরীরের মেদের পরিমাণ কমে যায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়ম করা অভ্যাস করুন। 
৬. আদা থেঁতো করে তা জলে মিশিয়ে নিন, এই জলেই সামান্য পরিমাণে জিড়ে মিশিয়ে খেলে মিলবে সুফল। পার্থক্য বুঝবেন কয়েকদিনেই। 

Share this article
click me!