জিওফাই এর সঙ্গে পাল্লা! এয়ারটেল আনতে চলেছে ফোরজি হটস্পট

Published : Aug 18, 2019, 03:57 PM IST
জিওফাই এর সঙ্গে পাল্লা! এয়ারটেল আনতে চলেছে ফোরজি হটস্পট

সংক্ষিপ্ত

এয়ারটেল ফোরজি হটস্পট গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আকর্ষণীয় সুযোগ ২২৪ দিনের এয়ারটেলের এই অফারে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন প্রতিদিন দেড় জিবি করে ডেটা এয়ারটেল ফোরজি হটস্পট প্রিপেড গ্রাহকদের জন্য এই সুযোগ দিচ্ছে জিওফাই এর সঙ্গে পাল্লা দিতেই এয়ারটেল বাজারে আনতে চলেছে এই  ফোরজি হটস্পট

টেলিকম টক নামে এক গ্যাজেট ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এয়ারটেল ফোরজি হটস্পট গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ আকর্ষণীয় সুযোগ। ২২৪ দিনের এয়ারটেলের এই অফারে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন প্রতিদিন দেড় জিবি করে ডেটা। এয়ারটেল ফোরজি হটস্পট প্রিপেড গ্রাহকদের জন্য এই সুযোগ দিচ্ছে। জিওফাই এর সঙ্গে পাল্লা দিতেই এয়ারটেল বাজারে আনতে চলেছে এই  ফোরজি হটস্পট। এমনটাই মনে করছেন অনেকে।
এয়ারটেল ফোরজি হটস্পট-এর নতুন কানেকশন নেওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানিয়েছে সংস্থা। আরও জানা গিয়েছে জিওফাই এর মত একটি ডিভাইস থেকে একটি মাত্র সিম কার্ডেই এই অফার শুরু করা যাবে। এয়ারটেল এই বিষয়ে বিস্তারিত তাদের ওয়েবসাইটে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে।
জুলাই মাসে পোস্টপেইড গ্রাহকদের এই অফারের সঙ্গে ১০০০ টাকা ক্যাশব্যাক দিতেও শুরু করেছিল এই টেলিকম সংস্থা। এয়ারটেল ফোরজি হটস্পট এর দাম ধার্য্য করা হয়েছে ২০০০ টাকা। এই হটস্পট এর সঙ্গে ৩৯৯ এবং ৪৯৯ টাকার প্ল্যানে এই অফার পাওয়া যাচ্ছিল। জিওফাই এর সঙ্গে এয়ারটেলের এই অফার পাল্লা দিতে পারে কি না এখন সেটাই দেখার।

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব