বৃষ্টিতে মোবাইল ভিজে গেলে, চটজলদি করে ফেলুন এই কাজগুলি

  • বর্ষাকাল বলে তো ঘরে বসে থাকা চলে না, প্রয়োজন বাইরে বেরোতে হচ্ছে সকলকেই
  • আমাদের জীবনে মোবাইল এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে মোবাইলটি বিকল হওয়া মানেই চারিদিক অন্ধকার
  • জেনে নেই এই বর্ষাতে কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফোনকে
  • বৃষ্টির জলে মোবাইল ভিজে গেলেই প্রথমেই ফোনটি সুইচড অফ করে দিন

deblina dey | Published : Aug 18, 2019 8:38 AM IST / Updated: Aug 18 2019, 02:13 PM IST

বর্ষাকাল বলে তো আর ঘরে বসে থাকা চলে না। প্রয়োজন বাইরে বেরোতে হচ্ছে সকলকেই। আর এই মরশুমে যদি মোবাইল ভিজে যায়, তবেই সমস্যা। কারন  আমাদের জীবনে মোবাইল এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে মোবাইলটি বিকল হওয়া মানেই চারিদিক অন্ধকার৷ তাই আর চিন্তা না করে জেনে নেই এই বর্ষাতে কিভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফোনকে। 
ফোন জলে ভিজে গেলে কোনওভাবেই ভুল করেও হেয়ার ড্রাইয়ার ব্যবহার করবেন না। এতে করে উল্টে আপনার ফোন খারাপ হয়ে যেতে পারে। কারন ড্রাইয়ারের গরম হাওয়ায় ফোনের ভিতরের সূক্ষ্ম পার্টসগুলি গলে যাওয়ার সম্ভাবনা থাকে।
বৃষ্টির জলে মোবাইল ভিজে গেলেই প্রথমেই ফোনটি সুইচড অফ করে দিন। এরপর ফোনটি ভালো করে মুছে নিন। ফোন থেকে সিম কার্ডও বের করে মুছে নিন।
এরপর শুকনো নরম কাপড়ে ফোনে সহ সিম, মেমরি কার্ড বের করে নিয়ে ভালো করে মুছে হাওয়ায় শুকোতে দিন।
প্রয়োজনে মোবাইলের স্ত্রীন গার্ড থাকলে সেটিও খুলে ফেলুন।
তাতেও যদি বুঝতে পারেন মোবাইলের পার্টসে জল থেকে গিয়েছ তাহলে কিছু সময় রোদে শুকিয়ে নিন।
বৃষ্টির মরশুমে বাইরে বেরোনোর সময় সবসময় একটি জিপলক পাউচে স্মার্টফোনটি রাখুন।

Share this article
click me!