দৈত্যাকার কালো মাকড়সার কবলে পড়ে প্রাণ হারাল পাখি, দেখুন ভয়ানক এই ভাইরাল ভিডিও

  • কত কি ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়
  • সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার হয়
  • এই ভিডিওটি শিহরণ জাগানোর মত
  • দৈত্যাকার মাকড়সা একটি আস্ত পাখি গিলছে
     

deblina dey | Published : Sep 6, 2020 11:35 AM IST / Updated: Sep 06 2020, 05:07 PM IST

সোশ্য়াল মিডিয়ায় কত কি ভাইরাল ভিডিও দেখা যায়। প্রতিনিয়ত সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার হয়। এর মধ্যে যেমন মজার ভিডিও থাকে আবার কোনও মন ভালো করে দেওয়ার মত ঘটনাও চোখে পড়ে। তবে এবার সোশ্যাল মিডিয়ায় নজর আটকে গিয়েছে যে ভাইরাল ভিডিওটিতে, তা রীতিমত গায়ে শিহরণ জাগানোর মত।

"

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলা ভালো টুইটারে নেচার ইজ স্কেয়ারি নামক একটি পেজে- এমন একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও টিতে দেখা যাচ্ছে একটি দৈত্যাকার মাকড়সা একটি আস্ত পাখি-কে গিলে ফেলার চেষ্টা করছে। শেয়ার করা এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

বিশালাকার টারান্টুলা মাকড়সার পরিবারের সদস্য এই মাকড়সা, নাম অ্যাভিকুলারিয়া। এই মাকড়সাটি পাখিটিকে আস্ত খিলে খাওয়ানোর চেষ্টা করে। তাদের শরীর জুড়ে নরম পশম এবং দীর্ঘ পা রয়েছে। যা দেখে রীতিমতো চমকে যাওয়ার মতন অবস্থা। এই প্রজাতির মাকড়সা দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। তারা গাছ এবং গুল্মে বাস করে। পাখি এবং ইঁদুর এদের প্রধান খাদ্য। দেখে নিন ভাইরাল হওয়া ভিডিওটি-

Share this article
click me!