স্মার্টফোনের বাজারে এল দারুন অফার। দুটি স্মার্টফোনের দাম এক ধাক্কায় কমেছে ৫ হাজার টাকা। আসুস সংস্থার দুটি ফোন আসুস সিক্স জেড ও আসুস ফাইফ জেড-এ পাওয়া যাবে এই অফারগুলি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, দাম কমলেও ফিচার বা ফিচার কোয়ালিটিতে কোনও রকম প্রযুক্তিগত পরিবর্তন হবে না। বরং দাম কমলেও পাওয়া যাবে একই ফিচার। তবে গ্রাহকদের মধ্যে উৎসাহ বেড়েছে দুটি স্মার্টফোনের দাম কমানোর পর কোনও ফ্ল্যাগশিপ আনা হচ্ছে কি না সেই বিষয়ে। তবে আসুস সংস্থা ফ্ল্যাগশিপের বিষয়ে এখনও কিছু বলেন নি। জেনে নেওয়া যাক আসুস সিক্স জেড ও আসুস ফাইফ জেড-এর স্পেশিফিকেশন।
আরও পড়ুন- কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন আপনার সাধের গিজার, রইল কিছু টিপস
আসুস ফাইফ জেড স্পেশিফিকেশন
আসুস ফাইফ জেড এ থাকছে ৬ জিবি ও ৮ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। সেই সঙ্গে থাকছে স্নাপড্রাগন ৮৪৫ এসওসি চিপসেট।
এই স্মার্টফোনে থাকছে ৬.২ ইঞ্চি ডিসপ্লে, ৩৩০০ এম এইচ সহ ফাস্ট চার্জিং এর সুবিধা।
অপারেটিং সিস্টেমে থাকছে ৯.০ পাই এবং ১২ ও ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
এর সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আন লকের সুবিধা
আসুস ফাইফ জেড এর আগের দাম ছিল ২১,৯৯৯ টাকা বর্তমানে দাম কমে হয়েছে ১৬,৯৯৯ টাকা।
আরও পড়ুন- প্রচুর কর্মী নিয়োগ, মাধ্য়মিক পাশ হলেই পাবেন ষাট হাজারের বেশি মাইনে
আসুস সিক্স জেড স্পেশিফিকেশন
আসুস সিক্স জেড এ থাকছে ৬ জিবি ও ৮ জিবি ব়্যাম ও ৬৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ক্যাপাসিটি। সেই সঙ্গে থাকছে স্নাপড্রাগন ৮৫৫ এসওসি চিপসেট।
এই স্মার্টফোনে থাকছে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে, ৫০০০ এম এইচ সহ ফাস্ট চার্জিং এর সুবিধা।
অপারেটিং সিস্টেমে থাকছে ৯.০ পাই এবং ৪৮ ও ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সহ ফোনের মাথায় ঘুরন্ত ক্যামেরা। যা একইসঙ্গে সেলফি ও রেয়ার ক্যামেরার কাজ করবে। সেই সঙ্গে এই ফোনের ক্যামেরায় থাকছে সুপার নাইট মোড, প্রফেশনাল মোড, প্যানোরমা মোড, এইচডিআর এনহ্যান্সমেন্ট-সহ একাধিক আকর্ষনীয় ফিচার।
এর সঙ্গে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আন লকের সুবিধা
আসুস ফাইফ জেড এর আগের দাম ছিল ৩১,৯৯৯ টাকা বর্তমানে দাম কমে হয়েছে ২৭,৯৯৯ টাকা।