সংক্ষিপ্ত

  • মাধ্য়মিক পাশেই রয়েছে প্রচুর কাজের সুযোগ
  • বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে সংস্থা
  • চলতি মাসের ২৯ তারিখ অবধি আবেদন করতে পারবেন
  • কর্মীদের বেতন দেওয়া হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা অবধি

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় চলছে কর্মী নিয়োগ। বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। চলতি মাসের ২৯ তারিখ অবধি আবেদন করতে পারবেন। চাকরি মিললে পোস্টিং হবে মহারাষ্ট্রের রায়গড়ে রসায়নী ফেসিলিটি ও শ্রীহরিকোটার গ্রাউন্ড স্টেশনে। 

দেখে নিন- আত্মবিশ্বাস বাড়াতে

মোট আসন সংখ্যা ৯০ জন। কর্মী নিয়োগ হবে কারপেন্টার পদে - ১, ক্যামিক্যাল পদে- ১০, ইলেক্ট্রিশিয়ান পদে- ১০, ইলেক্ট্রোনিক মেকানিক পদে- ১৪, ফিটার পদে- ৩৪, ইনস্ট্রুমেন্ট মেকানিক পদে- ২, পাম্প অপারেটর কাম মেকানিক পদে- ৬, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং- ৫ রয়েছে আর অন্যান্য পদ।

আরও পড়ুন- একটুতেই চোখে জল, তবে আপনার মধ্যে রয়েছে বিশেষ এই গুণগুলি

সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন কপরতে পারবেন এই পদগুলির জন্য। তবে ৩৫ বছর অবধি প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। সেই সঙ্গে থাকতে হবে ৫ বছর অবধি কাজ করার অভিজ্ঞতাও।

কর্মীদের বেতব দেওয়া হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা অবধি। সেই সঙ্গে থাকবে অতিরিক্ত গ্রেড পে। যা প্রতি মাসে ২৫,৩৮৯ টাকা।

ইসরোর অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে হবে। চাকরিতে আবেদন করতে ইসরো ডট গভ ডট ইন এ গিয়ে আবেদন করতে হবে। পরীক্ষার দিন এখনও ঘোষনা করা হয় নি। যাবতীয় বিস্তারিত তথ্য ইসরোর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।