কলকাতা বিমানবন্দরে উড়ান হাইজ্যাক করল শয়ে শয়ে মৌমাছি, আটকে গেল ২ ভিস্তারা বিমানের যাত্রা

  •  ফ্লাইট ডিলে হওয়ার ঘটনা অতি সাধারণ
  • মৌমাছির আক্রমণে ফ্লাইট ডিলে অবাক করার মত
  • যার জেরে  বিমানটি উড়তে বেশ দেরি হয়
  • ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল এসে হানা দেয় বিমানে

আবহাওয়ার কারণে, ট্রাফিক কন্ট্রোলের কারণে অথবা যান্ত্রিক ত্রুটির কারণে বহুবার ফ্লাইট ডিলে হওয়ার ঘটনা শোনা গিয়েছে। এই ঘটনাগুলি অতি সাধারণ। তবে কলকাতা বিমান বন্দরে এবার এমন এক ঘটনা ঘটল যার জেরে  বিমানটি উড়তেও বেশ অনেকটা সময় দেরি হয়ে যায়। আর এর কারণ হল মৌমাছির আক্রমণ। শুনতে অবাক হলেও একদমই বাস্তব এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে, কলকাতা বিমান বন্দরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির দল এসে ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানে হানা দেয়। এমনকি ককপিটের পিছনেও দলে দলে জায়গা করে তারা। আর এই মৌমাছি তাড়াতেই সোমবার নাজেহাল অবস্থা বিমানবন্দরের কর্মীদের।

কলকাতা বিমান বন্দরের আধিকারিকের মতে, কলকাতা বিমান বন্দরের পুরনো বেশ কিছু হ্যাঙ্গারে প্রায়ই বাসা বাঁধে এই মৌমাছি। গত বছরেও এই একই ভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে জড়ো হয়েছিল তারা, যার জেরে  ফ্লাইট ডিলে হয়। এই বছর সেই ঘটনাই ঘটল ভিস্তারা এয়ারলাইন্সের এয়ারবাসে। এদের ঝামেলা এতটাই বেড়েছে যে মাঝে মাঝেই বিমানের ভিতর ঢুকে পড়ে মৌমাছি। যার জেরে নাজেহাল হতে হয় বিমান কর্মী ও অসুবিধায় পড়তে হয় যাত্রীদের।

Latest Videos

 

 

সোমবার বিকেল ৪টে নাগাদ ঘটে এই ঘটনা। ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটের সময় ছিল বিকেল ৫টায়, এই ঘটনার জেরে এক ঘন্টা ফ্লাইট ডিলে হয়। বিমানের ভিতরে একসঙ্গে এত মৌমাছি দেখে চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। এরপর এই বিশাল মৌমাছিদের পরাস্ত করতে দমকলবাহিনীর ডাক পড়ে। শক্তিশালী ওয়াটার জেট দিয়ে এই মৌমাছির দলকে তাড়িয়ে বিমান পরিষ্কার করা হয়।

Share this article
click me!

Latest Videos

ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari