ফ্রিজে ডিম রেখে খাচ্ছেন! জেনে রাখুন শরীরে দেখা দিতে পারে কী কী রোগ

  • ফ্রিজের ডিম রেখে খাওয়া স্বাস্থ্যের পক্ষে অপকারী
  • ফ্রিজের ডিমে থাকে না সঠিক মাত্রায় গুণাগুণ
  • শরীরে নানা রোগ দেখা দিতে পারে
  • স্বাভাবিক তাপমাত্রায় ডিম রেখে খান

Jayita Chandra | Published : Jul 7, 2019 12:07 PM IST

সময়ের অভাবে চটজলদি রান্না করতে অনেকেই ডিম বাড়িতে কিনে রাখেন। কিন্তু সেই ডিম যখন ফ্রিজে রাখা হয়, তখন তা স্বাস্থ্যের পক্ষে উপকারী তো নয়, বরম তা শরীরে ক্ষতি করে ফেলে আপনার অজান্তেই। তাই ফ্রিজে ডিম রেখে না খাওয়াই ভালো। শরীরে দেখা দিতে পারে একাধিক রোগ। ফ্রিজে রাখা ডিম রান্না করে খেলে কী কী রোগ দেখা দিতে পারে তা জেনে নিয়েই ফ্রিজের ডিম রান্না করে খান।
১. ফ্রিজে জিনিস ভালো রাখার জন্য তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমিয়ে রাখা হয়। তা খাবারের পক্ষে ভালো হলেও ডিমের পক্ষে ক্ষতিকারক। এর ফলে ডিমে জন্ম নেয় ব্যাকটেরিয়া, জীবাণু।
২. ফ্রিজে রাখা ডিম নিয়ে সঙ্গে সঙ্গে রান্না করলে সেই জীবাণু থেকে যায়, এবং তা থেকে হজমের সমস্যা দেখা দিতে পারে।
৩. ফ্রিজে রাখা ডিম দীর্ঘদিন পর থেলে তা থেকে ডায়রিয়াও হতে পারে। তাই ডিম বেশি দিন ফ্রিজে রাখা উচুত নয়।
৪. ফ্রিজের ডিম থেকে হতে পারে ফুড পয়জনিং, তাই ফ্রিজে ডিম রেখে খাওয়া কখনই ঠিক নয়। ফ্রিজের ডিম থেকে বাড়তে পারে শরীরের নানা সমস্যা।
৫. ফ্রিজে থাকা ডিমের পুষ্টি নষ্ট হয়ে যায়। স্বাভাবিক তাপমাত্রায় ডিম রাখলে তার স্বাদও ভালো থাকে, এবং তা শরীরের পুষ্ঠির জোগানো দেয়। 

Share this article
click me!

Latest Videos

৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি