৯ দিন লকডাউন, কয়েকটি বিষয় মাথায় রেখেই বাজারে যান সোমবার

  • সোমবার বিকেল থেকে রাজ্যে লকডাউন
  • হাতের কাছে রাখুন প্রয়োজনীয় জিনিস
  • সোমবার একবেলায় বাজার করতে হুরোহুরি নয়
  • নিয়ম মেনে, দুরত্ব বজায় রেখে তবেই কেনা কাটা করুন

Jayita Chandra | Published : Mar 22, 2020 10:53 AM IST

জনতা কারফিউ-র পরের দিনই রাজ্যে লকডাউন। করোনার প্রকোপ রুখতে তড়িঘড়ি সিদ্ধান্ত নিল রাজ্য। এমনই পরিস্থিতিতে হাতের কাছে মজুত রাখতে হবে বেশ কিছু জিনিস। রাখতে হবে প্রয়োজনীয় খাবার। কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে মিলবে অতি প্রয়োজনীয় জিনিস। তবুও সোমবার এক বেলায় বাড়িতে মজুত করুন এই জিনিস গুলিঃ

খাবারঃ প্রয়োজনীয় খাবার রাখতে হবে হাতের কাছে। মজুত করে ফেলতে হবে চাল, ডাল, তেল, নুন, ঘি। মজুত রাখতে হবে মশলা। 

লানির তেল-গ্যাসঃ মিলবে সব কিছুই। তবুও হাতের কাছে মজুত রাখতে হবে তেল। পাশাপাশি কিনে রাখতে হবে রান্নার তেল। 

আরও পড়ুনঃ শহরে কোয়রান্টিনে আছেন কত জন, লকডাউন পরিস্থিতিতে বাড়তি নজর কলকাতা পৌরসভার

ওষুধঃ মজুত রাখতে হবে বেশ কিছু ওষুধের। যাতে বাড়ি থেকে বেড়তে না হয়। গ্যাসের সমস্যা, কেটে ছড়ে গেলে ওয়েলমেন্ট, মাথা ব্যাথা প্রভৃতি ওষুধ। 

শুকনো খাবারঃ বাড়িতে রাখুন কিছু শুকনো খাবার। যা থেকে নদিন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে না হয়। এটি অতিপ্রয়োজন। 

লকডাউন মানেই বাজারে গিয়ে ঝাঁপিয়ে পড়া নয়। মাথায় রাখতে হবে করোনা রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নয় দিনের বাজার সংগ্রহ করতে গিয়ে পরিস্থিতি বিপত্তি না হয়। যেটুকু প্রয়োজন, কেবল সেই টুকুই কিনে বাড়ি চলে আসা। অন্যের সংস্পর্শে না যাওয়া। বাইরে কিছু খাবার খাওয়া নয়। হাঁচি, কাশির সময় ঢেকে রাখতে হবে মুখ। প্রভৃতি বিষয় নজর রাখতে হবে। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

Share this article
click me!