বিপদ এড়াতে চান, তাহলে ভুল করেও বাথরুমে এই জিনিসগুলি রাখবেন না

Published : Jan 03, 2020, 06:21 PM IST
বিপদ এড়াতে চান, তাহলে  ভুল করেও বাথরুমে এই জিনিসগুলি রাখবেন না

সংক্ষিপ্ত

ওষুধ কখনও বাথরুমে রাখবেন না টুথব্রাশ বাইরে রাখুন বাথরুমে রাখার কারণেই রেজারে মরিচা পড়ে যায় গয়না কখনওই বাথরুমে রাখবেন না

বাথরুমের পরিবেশটা বরাবরই একটু আলাদা হওয়া দরকার। বাথরুম এমন একটা জায়গা, আপনি সেটাকে যতই পরিষ্কার রাখুন না কেন সেখানে আদ্রর্তা, জীবাণু থাকবেই। এমন অনেক ধরনের জিনিস বাথরুমে রাখা হয় যা স্নানের জন্য বা সৌন্দর্যচর্চায় খুব দরকারী হলেও সেগুলিকে বাথরুমের বাইরে রাখা দরকার। এই জিনিসগুলি বাথরুমের মধ্যে রাখলে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এমনকী দ্রুত নষ্ট হয়ে যায়। তাহলে জেনে নেওয়া যাক কোন কোন জিনিস বাথরুমের মধ্যে রাখা ঠিক নয়।

আরও পড়ুন-বছরের শুরুতেই দাম কমল সোনার, মুখে হাসি মধ্যবিত্তের...

ওষুধ

ওষুধ কখনও বাথরুমে রাখবেন না। ঘরের কোনও অন্ধকার জায়গায় বা শুকনো ড্রয়ারে ওষুধ রাখবেন বা আলমারিতে রাখতে পারেন। কিন্তু বাথরুমে নয়।বাথরুমে তাপ ও আর্দ্রতা দুটোই বেশি হয়। যার ফলে ওষুধ নষ্ট হয়ে যেতে পারে।

তোয়ালে

বাথরুমে আর্দ্রতা বেশি থাকায় সেখানে খুব বেশি জীবাণু ছড়ায়। এ কারণে তোয়ালেতে ফাঙ্গাস হতে পারে। তাই স্নানের পর তোয়ালে বারান্দায় বা ফ্যানেরা নিচে শুকিয়ে নিন।

আরও পড়ুন-প্রতিদিন গরম জলে স্নান করছেন, জেনে নিন ঠিক করছেন না ভুল...

গয়না

অনেকেই আছেন স্নানের সময় গয়না খুলে রাখেন। বিশেষত মহিলারা এটা করে থাকেন। যেমন চেন, আংটি, ইয়ারিং বাথরুমে খুলে রাখেন। কিন্তু এটা একদমই ঠিক নয়। কারণ বাথরুমের আর্দ্রতায় গয়না মরিচা ধরে যায়।

টুথব্রাশ

সাধারণত টুথব্রাশ আমরা প্রত্যেকেই বাথরুমে রাখি। টয়লেটে ফ্লাশ করার সময়ে বাতাসে অনেক জীবাণু ছড়িয়ে যায়। আর তার অনেকটাই টুথব্রাশে আটকে যায়। সমস্যাটি এড়াতে টুথপেস্ট বাইরে রাখুন।

রেজার 

রেজার আমরা প্রত্যেকেই বাথরুমে রাখি।  কিন্তু বাথরুমে রাখার কারণেই তা ভোতা হয়ে যায়। এমনকী মরিচাও পড়ে যায়। রেজার একবার ব্যবহার করার পর ভাল করে শুকিয়ে নিন।  আর শুকনো কোন স্থানে রেখে দিন। এতে রেজার দীর্ঘস্থায়ী হবে।

PREV
click me!

Recommended Stories

সব বল পেনে ঢাকনাতেই ফুটো থাকে কেনো? এক ক্লিকে জানুন এর আসল কারণগুলি
আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব