ফেসবুক পে এর মাধ্যমেই লেনদেন করতে পারবেন আপনার প্রয়োজনীয় টাকা, জানুন কীভাবে

Published : Nov 14, 2019, 09:45 AM IST
ফেসবুক পে এর মাধ্যমেই লেনদেন করতে পারবেন আপনার প্রয়োজনীয় টাকা, জানুন কীভাবে

সংক্ষিপ্ত

ফেসবুক লঞ্চ করল নিজের পেমেন্ট সার্ভিস ফেসবুক পে এর মাধ্যমেই লেনদেন করতে পারবেন আপনার প্রয়োজনীয় টাকা ফেসবুক পে ট্রানজাকশানের সময় সিঙ্গল সিস্টেম উপলব্ধ করা যাবে এই ফেসবুক পে -তে কিছু বিশেষ ডেবিট এবং ক্রেডিট কার্ডই সাপোর্ট করবে  

ফেসবুক লঞ্চ করল নিজের পেমেন্ট সার্ভিস। এবার ফেসবুক পে এর মাধ্যমেই লেনদেন করতে পারবেন আপনার প্রয়োজনীয় টাকা।  এই ফেসবুক পে-এর মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপের  সাহায্যেও পেমেন্ট করা সম্ভব হবে। ফেসবুক নিজের ব্লগে জানিয়েছে,  এই টাকা লেনদেনের সময়  ইউজারকে সিকিউরিটি অপশন দেওয়া হবে। যাতে পিন ও ফিঙ্গারপ্রিন্ট এর মতো সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন-মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের কমল সোনার দাম, জানুন কলকাতায় কত...

ফেসবুক পে ট্রানজাকশানের সময় সিঙ্গল সিস্টেম উপলব্ধ করা যাবে। এতে ইউজারদের ডেটা, ক্রেডিট কার্ডের সমস্ত নছি সুরক্ষিত থাকবে। ফেসবুকের ব্লগে আরও জানানো হয়েছে, এই ফেসবুক পে -তে কিছু বিশেষ ডেবিট এবং ক্রেডিট কার্ডই সাপোর্ট করবে।

আরও পড়ুন-দারুন অফার, একবারে পাঁচ হাজার টাকা দাম কমল এই দুটি স্মার্টফোনের...

ইউনিফাইড পেমেন্ট সার্ভিসও পাওয়া যাবে শুধুমাত্র ফেসবুক আর মেসেঞ্জার -এ। ফেসবুক পে -তে পেমেন্ট করার জন্য বেশ কিছু নিয়মবিধি রয়েছে। ফেসবুক এবং ম্যাসেঞ্জারে ফেসবুক পেমেন্ট ব্যবহার করার জন্য সবার আগে সেটিংসে যেতে হবে। এরপর পেমেন্টের পরবর্তী স্টেপ সিলেক্ট করতে হবে। তারপর ফেসবুক পে সিলেক্ট করে টাকা লেনদেন করুন। এই অত্যাধুনিক সার্ভিসি আপাতত আমেরিকাতে লঞ্চ করা হয়েছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভারতেও এটি লঞ্চ হবে।
 

PREV
click me!

Recommended Stories

কেন 'X-MAS' নামকরণ করা হয়েছে? ২৫ ডিসেম্বরেই কেন ক্রিসমাস পালন করা হয়? জানেন এই তথ্যগুলো?
ক্যান্সারের সঙ্গে লড়াই করা অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কী? কীভাবে কাজ করে? উত্তর দিলেন ডায়েটেশিয়ান