চুলের জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহারই সবচেয়ে ভালো। এতে চুল যেমন ইচ্ছা তেমন বৃদ্ধি পায়। এর জন্য আপনি কড়িপাতা ব্যবহার করতে পারেন। কড়িপাতা চুলকে সুন্দর রাখে। চুল দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।
চুলের জন্য কড়িপাতার উপকারিতা
প্রায় প্রতিটি বাড়িতেই কড়িপাতা থাকে। কারণ প্রতি রান্নাতেই কড়িপাতা ব্যবহার করা হয়। তাই চুলের জন্য আলাদা করে কড়িপাতা কিনতে হবে না। কড়িপাতায় প্রচুর প্রাকৃতিক গুণ রয়েছে। এটি চুল লম্বা, কালো করতে সাহায্য করে।