Hair Care: চুল নরম করতে নিয়মিত তেল মাখছেন? এই কয় ভুলে হতে পারে বিপদ

আজ চুলের যত্নের রইল বিশেষ টোটকা। এবার গরম পড়ার আগে থেকে সতর্ক হন। গরমে চুলের যত্নে বিশেষ করে চুলের রুক্ষ্ম ভাব দূর করতে অনেকেই তেল লাগান। গরমে চুলের রুক্ষ্ম ভাব দূর করুন এই উপায়। জেনে নিন কী করবেন।

শুধু নিত্য নতুন প্যাক ব্যবহার করলে আর স্টাইলিং করলেই হল না। সারা বছর খুশকি, ডগা চেরা থেকে শুরু করে অকালপক্কতার মতো সমস্যা কম- বেশি ভুক্তভোগী অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কেউ মোটা টাকা খরচ করে পার্লার ট্রিটমেন্ট করান। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন। তেমনই গরমে চুলের সমস্যা বাড়তে থাকে। চুল নিয়ে গরমের মরশুমে নানান জটিলতা দেখা দেয়। এই সময় রুক্ষ্ম চুলের সমস্যায় ভোগেন অনেকে। আজ চুলের যত্নের রইল বিশেষ টোটকা। এবার গরম পড়ার আগে থেকে সতর্ক হন। গরমে চুলের যত্নে বিশেষ করে চুলের রুক্ষ্ম ভাব দূর করতে অনেকেই তেল লাগান। গরমে চুলের রুক্ষ্ম ভাব দূর করুন এই উপায়। জেনে নিন কী করবেন।

গরমের সময় যতদিন শ্যাম্পু করবেন রোজ তেল লাগান। একটি পাত্রে নারকেল তেল ও সম পরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে মিশিয়ে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।

Latest Videos

অনেকে চুল নরম করতে সারা রাত চুলে তেল মেখে রাখেন। এই ভুল একেবারে নয়। সারা রাত তেল মেখে রাখবেন না। এতে চুলের সমস্যা দেখা দিতে পারে।

চুলে অতিরিক্ত তেল লাগাবেন না। পরিমাণ মতো তেল নিয়ে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। শ্যাম্পু করার এক ঘন্টা আগে তেল লাগান।

আমন্ড ও নারকেল তেল মিশিয়ে লাগাতে পারেন। একটি পাত্রে নারকেল তেল ও সম পরিমাণ আমন্ড অয়েল নিয়ে মিশিয়ে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।

তেমনই গরমের সময় সঠিক ভাবে চুল পরিষ্কার করা দরকার। এই সময় স্ক্যাল্প তেলা হয়ে যায়। সে কারণে দ্রুত ময়লা জমে। এই সময় এক কিংবা দুদিন অন্তত শ্যাম্পু করুন। ভালো করে স্ক্যাল্প পরিষ্কার করবেন। তা না হলে স্ক্যাল্পে ময়লা জমে তার থেকে দ্রুত চুল পড়ার সমস্যা বাড়তে পারে। গরমের সময় যতটা পারবেন কম হিট দিন। হিট দিলে একদিকে যেমন চুল রুক্ষ্ম হয়ে যায় তেমনই বাড়ে চুল পড়ার সমস্যা। তাই এই কাজ এড়িয়ে চলুন।

 

আরও পড়ুন

৬ এপ্রিল থেকে মিলবে Redmi Note 12 5G, এক ঝলকে দেখে নিন এই ফোনের ফিচার্স

Pregnancy Diet: শাক থেকে ফল- গর্ভবতী মহিলারা নিয়মিত খান এমন খাবার, রইল গরমের ডায়েট চার্ট

সতর্ক হন এই ছয় রোগ থেকে, ডায়াবেটিসের রোগীদের শরীরে দেখা দিতে পারে এমন সমস্যা

Share this article
click me!

Latest Videos

একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে বিজয় দিবসে Hili সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা | Vijay Diwas | BSF
অশান্ত Bangladesh! মহাসমারোহে ৭১-এর বিজয় দিবস পালন কলকাতার ফোর্ট উইলিয়ামে | Vijay Diwas 2024
বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতই হবে : সুকান্ত | Sukanta Majumdar #shorts #shortsvideo #bangladesh
Bangla News Live : সংসদে বিস্ফোরক PM Modi, একের পর এক আক্রমণ | Asianet News Bangla
বেআইনি ভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধৃত ৪ Bangladeshi, তোলা হল রানাঘাট মহকুমা আদালতে