সংক্ষিপ্ত
চুল পড়া বন্ধ করতে, চুলের সমস্যা দূর করতে ক্যানোলা তেল ব্যবহার করুন। এই কয় উপায় ব্যবহার করুন ক্যানোলা তেল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা। দেখে নিন কী কীভাবে ক্যানোলা তেল ব্যবহার করবেন।
চুল নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। রুক্ষ্ম চুল, চুল পড়া, অকাল পক্কতা কিংবা ডগা চেরা। এই সকল সমস্যা দূর করতে অনেকেই ব্যবহার করেন ঘরোয়া উপাদান। কেউ কেউ আবার ভরসা রাখের তেলের ওপর। তেমনই এবার চুলের যত্নে ব্যবহার করতে পারেন ক্যানোলা তেল। চুল পড়া বন্ধ করতে, চুলের সমস্যা দূর করতে ক্যানোলা তেল ব্যবহার করুন। এই কয় উপায় ব্যবহার করুন ক্যানোলা তেল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা। দেখে নিন কী কীভাবে ক্যানোলা তেল ব্যবহার করবেন।
ক্যানোলা তেল সরাসরি চুলে লাগান। ক্যানোলা তেল হালকা গরম করে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগিয়ে নিন। অন্তত ২০ মিনিট পর রাখান। তারপর শ্যাম্পু করে নিন। প্রতি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এই তেল লাগান।
ক্যানোলা তেল ও নারকেল দিয়ে প্যাক বানান। সম পরিমাণ ক্যানোলা তেল ও নারকেল তেল নিন। ভালো করে মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। মেনে চলুন এই বিশেষ টিপস। ২০ মিনিট লাগিয়ে রাখুন। এতে মিলবে উপকার। প্রতি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এই তেল লাগান। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। তেমনই চুলের নানান জটিলতা থেকে পেতে পারেন মুক্তি। এই তেলে রয়েছে নানান উপকারী উপাদান। যা চুলে পুষ্টি জোগায়।
ক্যানোলা তেল ও বাদাম তেল দিয়ে প্যাক বানান। সম পরিমাণ ক্যানোলা তেল ও বাদাম তেল নিন। ভালো করে মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। অন্তত ২০ মিনিট রাখুন। তার পর শ্যাম্পু করে নিন। মেনে চলুন এই বিশেষ টিপস। প্রতি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এই তেল লাগান।
ভিটামিন ই, ভিটামিন কে-র মতো উপাদান আছে ক্যানোলা তেলে। এই তেল দিয়ে ম্যাসাজ করলে চুলের রুক্ষ্ম ভাব দূর হবে। তেমনই চুলে সূর্যরশ্মির থেকে হওয়া ক্ষতি থেকে পাবেন মুক্তি। মেনে চলুন এই বিশেষ টিপস। এই কয় উপায় চুলের যত্ন নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এই তেল লাগাতে পারেন। মিলবে উপকার। তবে, এই কয় উপায় ব্যবহার করুন ক্যানোলা তেল। তবেই মিলবে সঠিক উপকার।
আরও পড়ুন
Chia Seeds: এই পাঁচ কারণে গরমে খাদ্যতালিকায় যোগ করুন চিয়া সিড, শরীর থাকবে সুস্থ, দূর হবে কঠিন রোগ
Periods Pain: পিরিয়ডসের সময় ভুলেও করবেন না এই কয়টি কাজ, বাড়তে পারে পেট ব্যথার সমস্যা