চেহারায় দাগ ছোপ বেড়েছে, দেখা যাচ্ছে বলিয়েখাও ? নিয়ম করে রোজ ঘি মাখুন, রইল সহজ টিপস

Published : Nov 26, 2025, 12:55 PM IST
Fake Ghee

সংক্ষিপ্ত

Skincare Tips: শুধু ডায়েটে নয়, এখন রূপচর্চার রুটিনেও ঘিয়ের কদর বাড়ছে। ফেসপ্যাক থেকে বডি লোশন সবেতেই ব্যবহার করা হচ্ছে ঘি। কী ভাবে রূপচর্চায় ঘি ব্যবহার করলে ত্বকের হারানো জেল্লা ফিরবে, জেনে নিন।

Skincare Tips: বলিরেখা দূর করতে ঘি একটি কার্যকর প্রাকৃতিক উপাদান হতে পারে, কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বকের শুষ্কতা কমিয়ে কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে মুখে সামান্য ঘি ম্যাসাজ করলে তা ত্বককে ময়েশ্চারাইজ করে এবং বলিরেখা ও কুঁচকে যাওয়ার সমস্যা কমাতে সাহায্য করে।

রূপচর্চায় ব্যবহার করুন ঘি:- 

ত্বক সুন্দর করতে আমরা কতকিছুই করি। কিন্তু হাতের কাছের জিনিসগুলো দিয়ে ত্বক সুন্দর করা যায় তা আমরা হয়তো জানি না। তেমনই একটি উপাদান ঘি। ঘিতে ত্বক ময়েশ্চারাইজ করে। তাছাড়া ব্রণ থেকে রক্ষা করে এটি।

ঘি কেবল রান্নাতেই নয়, ত্বকের পরিচর্যাতেও কাজে লাগে। মুখে ঘি মাখলে ত্বকের জেল্লা ফিরবে, এমন বলেন অনেকেই। কমবয়সিদের মধ্যে এখন ঘি দিয়ে রূপচর্চা করার নতুন ধারা চালু হয়েছে। দামি ক্রিম বা বাজারচলতি ফেসপ্যাকের বদলে ঘরেই ঘি দিয়ে প্যাক বানিয়ে মুখে মাখছেন অনেকে। ঘিয়ে থাকে ভিটামিন এ, ডি এবং ই যা ত্বকের জন্য ভাল। প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ঘি ত্বকের যে কোনও সংক্রমণও প্রতিরোধ করতে পারে। ঘি যদি নিয়ম মেনে মাখা যায়, তা হলে সেটি প্রাকৃতিক 'অ্যান্টি-এজিং' উপাদান হিসেবেও কাজ করে। বলিরেখা দূর করতে পারে।

রাতে শোয়ার আগে হাতে ২-৩ ফোঁটা খাঁটি ঘি নিন। তার পর বৃত্তাকার গতিতে মুখে মালিশ করুন। মিনিট পনেরো রেখে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের আর্দ্রতা জোগায়, রুক্ষতা দূর করে এবং সকালে ত্বক অনেক বেশি নরম ও সতেজ দেখায়।

এক চামচের মতো ঘি নিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মেশান। এই মিশ্রণ চোখের নীচে লাগিয়ে রাখুন। সারা রাত রেখে দিতে পারলে ভাল হয়। নিয়মিত কয়েকদিন করলেই চোখের তলার কালি উঠে যাবে।

ঘি খুব ভাল স্ক্রাবার হিসেবেও ব্যবহার করা যায়। ঘিয়ের সঙ্গে চিনি, লেবুর রস, হলুদ এবং বেকিং সোডা মিশিয়ে মুখে মাখলে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এতে উন্মুক্ত রন্ধ্রের সমস্যা দূর হবে। ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও কমবে।

এছাড়া ঘি দিয়ে ফেসপ্যাক বানানো যায় অতি সহজে। যেমন আধ চামচ ঘিয়ের সঙ্গে এক চামচ বেসন ও সামান্য দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। স্নানের আগে ভাল করে মুখে মালিশ করে ২০ মিনিট অপেক্ষা করুন। তার পর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন