শীতের মরশুমে স্ক্যাল্পে চুলকানির সমস্যা বেড়ে চলে। এই চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। আজ রইল কয়টি বিশেষ টোটকার হদিশ। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
শীতের মানেই চুলের হাজারও সমস্যা। খুশকি থেকে শুরু করে চুল পড়ার সমস্যা লেগে থাকে। এই শীতের মরশুমে স্ক্যাল্পে চুলকানির সমস্যা বেড়ে চলে। এই চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। আজ রইল কয়টি বিশেষ টোটকার হদিশ। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনিগার লাগাতে পারেন। একটি পাত্রে সম পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার ও জল নিন। এবার তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। ১০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুলে আসবে জেল্লা। তেমনই দূর হবে চুলকানির সমস্যা।
নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেল হালকা করে গরম করে নিন। এবার তা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ২০ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারেই মিলবে উপকার।
স্ক্যাল্পে চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। একটি পাত্রে ৫ থেকে ১০ ফোঁটা টি ট্রি অয়েল নিন। আঙুলের ডগা করে স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে দূর হবে চুলকানির সমস্যা। তেমনই স্ক্যাল্পে কোনও সংক্রমণ থাকলে তার থেকেও পেতে পারেন মুক্তি। মেনে চলুন এই সকল বিশেষ টিপস।
বেকিং সোডার দিয়ে চুলের যত্ন নিতে পারেন। একটি পাত্রে বেকিং সোডা নিন। তাতে মেশান পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার।
স্ক্যাল্পে চুলকানি হোক কিংবা খুশকির সমস্যা দূর করতে অ্যালোভেরা জেল লাগাতে পারেন। অ্যলোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।
লেবুর রসের গুণে পেতে পারেন সমস্যা থেকে মুক্তি। পাতিলেবুর রস একটি পাত্রে নিন। এবার তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। পাতিলেবুর গুণে দূর হবে স্ক্যাল্পে চুলকানির সমস্যা। এবার থেকে মেনে চলুন এই সকল বিশেষ টিপস। মিলবে উপকার।
অলিভ অয়েল দিয়ে ম্যাসাজে মিলবে উপকার। এই তেল দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। নির্দিষ্ট সময় পর শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ৩ দিন এই তেল ব্যবহার করলে চুলকানির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
আরও পড়ুন-
ভিডিও জুড়ে রয়েছে মোদীর নানান কর্মসূচী, দেখে নিন পরাক্রম দিবসে নেতাজির প্রতি মোদীর শ্রদ্ধার্ঘ্য