Lip Filler: আপনি কি নিজের ঠোঁটের আকার নিয়ে খুশি নন? লিপ ফিলার ব্যবহার করতে কত খরচ হতে পারে, জেনে নিন

Published : Nov 08, 2023, 12:53 PM ISTUpdated : Nov 08, 2023, 12:59 PM IST

প্রাকৃতিকভাবে পাওয়া ঠোঁট নিয়ে সন্তুষ্ট থাকেন না অনেকেই। ঠোঁটকে কৃত্রিমভাবে সুন্দর করে তোলার জন্য ফিলার ব্যবহার করতে কত খরচ হতে পারে, তা জেনে নিন। 

PREV
111

সৌন্দর্য্য বাড়িয়ে তোলার জন্য শরীরের বিভিন্ন অংশে সার্জারি করা এখন খুবই সাধারণ বিষয়। 

211

বলিউড থেকে টলিউড, ফ্যাশন দুনিয়া থেকে খেলার জগত, বহু সুন্দরীরাই নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য বিবিধ অস্ত্রোপচারের পন্থা অনুসরণ করে থাকেন।

311

বলিউড অভিনেতা জাভেদ জাফরির কন্যা অলাভিয়া জাফরি নিজেই প্রকাশ্যে আনলেন নিজের সৌন্দর্য্যের অস্ত্রোপচারের কথা।

411

অলাভিয়া জাফরি পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

511

সম্প্রতি ঠোঁট সুন্দর করে তোলার সার্জারি (Lip Filler) নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন এই সুন্দরী।

611

সোশ্যাল মিডিয়ায় অলাভিয়া জানান, আগে তিনি নিজের স্বাভাবিক ঠোঁট নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তুলনামূলকভাবে কিছুটা মোটা ঠোঁট চেয়েছিলেন তিনি।

711

২০১৯ সালে প্রথম লিপ ফিলার ব্যবহার করেছিলেন তিনি।

811

প্রথম বার আমেরিকার নিউ ইয়র্কে লিপ ফিলার নিয়েছিলেন অলাভিয়া। তাঁর মনে হয়েছিল, ভারতের তুলনায় সেখানকার চিকিৎসকরা অধিকতর দক্ষ হবেন।

911

প্রত্যেক সিরিঞ্জ-ভর্তি ফিলারের জন্য তাঁকে ৯০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ হাজার টাকা) করে দিতে হয়েছিল।

1011

অলাভিয়া জাফরি বলেছেন, প্রথম বার লিপ ফিলার নিয়ে বেশ ভয় পেয়েছিলেন তিনি। কারণ ঠোঁটের ফোলা ভাব দূর হতে প্রায় এক মাস সময় লেগেছিল।

1111

এর পর ভারতে এসেও লিপ ফিলার নেন অলাভিয়া। তখন তাঁর খরচ হয়েছিল মাত্র ২৫ হাজার টাকা। আমেরিকার তুলনায় ভারতে লিপ ফিলার নিয়ে অধিকতর সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন জাভেদ জাফরির কন্যা।

click me!

Recommended Stories