অলাভিয়া জাফরি পেশায় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
511
সম্প্রতি ঠোঁট সুন্দর করে তোলার সার্জারি (Lip Filler) নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন এই সুন্দরী।
611
সোশ্যাল মিডিয়ায় অলাভিয়া জানান, আগে তিনি নিজের স্বাভাবিক ঠোঁট নিয়ে সন্তুষ্ট ছিলেন না, তুলনামূলকভাবে কিছুটা মোটা ঠোঁট চেয়েছিলেন তিনি।
711
২০১৯ সালে প্রথম লিপ ফিলার ব্যবহার করেছিলেন তিনি।
811
প্রথম বার আমেরিকার নিউ ইয়র্কে লিপ ফিলার নিয়েছিলেন অলাভিয়া। তাঁর মনে হয়েছিল, ভারতের তুলনায় সেখানকার চিকিৎসকরা অধিকতর দক্ষ হবেন।
911
প্রত্যেক সিরিঞ্জ-ভর্তি ফিলারের জন্য তাঁকে ৯০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৪ হাজার টাকা) করে দিতে হয়েছিল।
1011
অলাভিয়া জাফরি বলেছেন, প্রথম বার লিপ ফিলার নিয়ে বেশ ভয় পেয়েছিলেন তিনি। কারণ ঠোঁটের ফোলা ভাব দূর হতে প্রায় এক মাস সময় লেগেছিল।
1111
এর পর ভারতে এসেও লিপ ফিলার নেন অলাভিয়া। তখন তাঁর খরচ হয়েছিল মাত্র ২৫ হাজার টাকা। আমেরিকার তুলনায় ভারতে লিপ ফিলার নিয়ে অধিকতর সন্তুষ্ট হয়েছেন বলে জানিয়েছেন জাভেদ জাফরির কন্যা।