আপনি যখন মেহেন্দি লাগাবেন, তার আগে আপনার হাতে কোনও ঘন ক্রিম লাগাবেন না। এতে মেহেন্দির রং একেবারেই ঠিকভাবে সেট হয় না। আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে কোনো কারণে আপনার হাতে যেন কোনো প্রকার তেল না থাকে। এমনটা হলে মেহেন্দির রং একেবারেই বিবর্ণ হয় না। আপনি যখন মেহেন্দি লাগাতে বসবেন, মেহেন্দি লাগানোর আগে আপনার হাত ভালো করে ধুয়ে নিন।