আমেরিকান মহিলাদের দ্বারা শুরু হয়েছিল ‘নো ব্রা মুভমেন্ট’। অর্থাৎ, জামাকাপড় যদি পরতেও হয়, অন্তর্বাস পরাটা সম্পূর্ণ নিজের ইচ্ছার ওপর। মহিলারা চাইলে ব্রা না-ও পরতে পারেন। কিন্তু, শুধুমাত্র ব্রায়ের বাঁধনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে নয়, ‘নো ব্রা’ আসলে স্বাস্থ্যের জন্যই বিশেষভাবে উপকারী।