ওয়াটারপ্রুফ মাস্কারা তোলার ক্ষেত্রে থাকুন বিশেষ সতর্ক, মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস

অনেকেই ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করে থাকি। ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে তোলার সময় সঠিক মেকআপ রিমুভার ব্যবহার করা উচিত। তা না হলে দেখা দিতে পারে কঠিন সমস্যা। তাই এবার থেকে সতর্ক হন।

Web Desk - ANB | / Updated: Nov 16 2022, 05:15 AM IST

চোখ আকর্ষণীয় করে তুলতে সঠিকভাবে মেকআপ করা প্রয়োজন। চোখের মেকআপ করতে আমরা সকলেই নানা রকম জিনিস কিনে থাকি। নানান পদ্ধতি মেনে মেকআপ করুন। তবে, মেকআপ করলেই হল না তা ঠিক মতো তোলা বেশ কঠিন কাজ। আজ মেকআপ ঠিকমতো রিমুভ করতে না পারলে তা থেকে ত্বকে দেখা দিতে পারে নানান সংক্রমণ। আজ তথ্য রইল মাস্কারা নিয়ে। আমরা অনেকেই ওয়াটারপ্রুফ মাস্কারা ব্যবহার করে থাকি। ওয়াটারপ্রুফ মাস্কারা দিয়ে তোলার সময় সঠিক মেকআপ রিমুভার ব্যবহার করা উচিত। তা না হলে দেখা দিতে পারে কঠিন সমস্যা। তাই এবার থেকে সতর্ক হন। ওয়াটারপ্রুফ মাস্কারা তোলার ক্ষেত্রে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস। জেনে নিন কী কী করবেন।

ওয়াটারপ্রুফ মাস্কারা তোলার ক্ষেত্রে বেশি চাপ দেবেন না। আস্তে আস্তে মাস্কার তুলুন।

Latest Videos

আপনার মাস্কারার অপসারণের সময় বেশি চাপ দলে চোখের পাতা ছিঁড়ে যেতে পারে। আবার কেটে যেতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস।

ওয়াটারপ্রুফ মাস্কারা তোলার জন্য এমন ক্লিনজার ব্যবহার করুন যাতে অয়েল বেস থাকে। আয়েল বেসড ক্লিনজার এই ধরনের মাস্কারা তোলার জন্য উপযুক্ত।

মাস্কারা তোলার জন্য তুলোর বলের পরিবর্তে একটি তুলোর প্যাড ব্যবহার করুন। তুলোর বলে ফাইবারগুলো সহজেই বেরিয়ে আসবে। সুগন্ধি ভিত্তিক ওয়াইপারগুলো এড়িয়ে চলুন। এতে সমস্যা থেকে মিলবে মুক্তি।

মাস্কারা তোলার জন্য অ্যালকোহল যুক্ত রিমুভার ভুলেও ব্যবহার করবেন না। এই ধরনের পণ্য চোখের পাতা শুকিয়ে দেয় ও জ্বালা ভাব দেখা যায়। তাই মেনে চলুন এই বিশেষ টিপস।

রিমুভারে তুলো প্যাডটি ডুবিয়ে রাখুন। তারপর তা চোখের ওপর রাখুন। এভাবে ৩০ থেকে ৪৫ সেকেন্ড রাখুন। তারপর হালকা করে মুছে তুলে নিন। এতে দূর হবে মাস্কারার রঙ। চোখের কোনও ক্ষতিও হবে না। মেনে চলুন এই বিশেষ টিপস।

মাস্কারা তোলার সময় চোখ ভুলেও ঘষবেন না। চোখের পাতা রুক্ষ্ম হয়ে যেতে পারে। তেমনই আঁতড়ে যেতে পারে। তাই মাস্কারা তোলার সময় আঙুলের ব্যবহার না করাই ভালো।

মাস্কার তোলার সময় অনেকের চোখ জ্বালা করে। তাহলে চোখ বন্ধ রাখুন। চোখের ভিতরে লেগে থাকা কাজল হালকা করে তোলার চেষ্টা করুন। সেক্ষেত্রে মেকআপ রিমুভারের বদলে ঘরোয়া কোনও টোটকা মেনে চলতে পারেন।

 

আরও পড়ুন- কীভাবে আঁচ পাবেন সঙ্গীর হিংসাত্মক মনোভাবের, মুক্তির উপায়ই বা কী, জেনে নিন মনোবিদের মতামত 

আরও পড়ুন-সব্যসাচীর পর এবার কি মানসিকভাবে ভেঙে পড়লেন সৌরভ, ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করতে বললেন অভিনেতা বন্ধু 

আরও পড়ুন- এই ছোট্ট নিয়মটি মানলেই সঙ্গমের সময় শরীরে কামের ইচ্ছা বাড়বে দ্বিগুণ, আজ থেকেই ট্রাই করুন

Share this article
click me!

Latest Videos

নজর কাড়া সেলিমপুর পল্লীর থিম 'গোধূলির স্বপ্ন' এক অনন্য ভাবনা | Durga Puja 2024 | Selimpur Pally 2024
পুজো মণ্ডপে গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তির দাবিকে বিক্ষোভ আলিপুর আদালত চত্বরে | Protest
Bangla News | মহাষষ্ঠীতে তুলকালাম কলকাতায়! 'উৎসব' নয় চলছে পুজো সঙ্গে প্রতিবাদ | Asianet News
'আগমন-গমন' এক অনন্য ভাবনায় সেজেছে সন্তোষপুর অ্যাভিনিউ সাউথের পুজো | Durga Puja 2024 | Santoshpur |
Bangla News : আজও উত্তপ্ত ধর্মতলা! চিকিৎসক অনিকেতের শারীরিক অবস্থার অবনতি | Durga Puja | RG Kar News