এই কয় উপায় ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা

Published : Mar 11, 2023, 12:34 PM IST
hair oil

সংক্ষিপ্ত

চুলের যত্নে কেউ লাগান ঘরোয়া প্যাক। কেউ লাগান বাজার চলতি পণ্য তো কেউ পার্লার ট্রিটমেন্ট করিয়ে থাকেন। সকলেই মেনে চলেন ভিন্ন ভিন্ন পথ। এরা চুলের যত্নে ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল। এই কয় উপায় ভৃঙ্গরাজ তেল ব্যবহারে মিলবে উপকার।

চুলের যত্নে ঘরোয়া টোটকার ব্যবহার চলে আসছে বহু দিন ধরে। খুশকি দূর করতে, চুল পড়া বন্ধ করতে কিংবা ডগা চেরার সমস্যা দূর করতে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। কেউ লাগান ঘরোয়া প্যাক। কেউ লাগান বাজার চলতি পণ্য তো কেউ পার্লার ট্রিটমেন্ট করিয়ে থাকেন। সকলেই মেনে চলেন ভিন্ন ভিন্ন পথ। এরা চুলের যত্নে ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল। এই কয় উপায় ভৃঙ্গরাজ তেল ব্যবহারে মিলবে উপকার। দেখে নিন কোন উপায় চুলের যত্ন নেবেন।

চুলের বৃদ্ধিতে ব্যবহার করতে পারেন ভৃঙ্গরাজ তেল। একটি পাত্রে ২ টেবিল চামচ ভৃঙ্গরাজ তেল নিন। এবার তা স্ক্যাল্পে লাগান। অন্তত ৪৫ মিনিট পর শ্যাম্পু করে নিন। এতে চুলের বৃদ্ধি ঘটবে।

সেসমি তেল ও ভৃঙ্গরাজ তেল দিয়ে চুলের যত্ন নিন। একটি পাত্রে সম পরিমাণ ভৃঙ্গরাজ তেল ও সেসমি তেল নিন। এবার তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। মিলবে উপতার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।

আমলকি ও ভৃঙ্গরাজ তেল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে ২ টেবিল চামচ ভৃঙ্গরাজ তেল নিন। তাতে মেশান ১ টেবিল চামচ আমলা পাউডার। এবার তা মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। চুল পড়া বন্ধ করতে বেশ উপকারী ভৃঙ্গরাজ তেল ও আমলার প্যাক।

ভৃঙ্গরাজ তেল ও নারকেল তেল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে সম পরিমাণ ভৃঙ্গরাজ তেল ও নারকেল তেল নিন। এবার তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। মিলবে উপতার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক।

ক্যাস্টর অয়েল ও ভৃঙ্গরাজ তেল দিয়ে প্যাক বানান। একটি পাত্রে সম পরিমাণ ভৃঙ্গরাজ তেল ও নারকেল তেল নিন। এবার তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। অন্তত ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। মিলবে উপতার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করতে পারেন এই প্যাক। এবার থেকে এই কয় উপায় ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল, দূর হবে চুলের যাবতীয় সমস্যা।

 

 

আরও পড়ুন

চা-কফি নয়, বরং দিন শুরু করুন এই কয়টি বিশেষ খাবার দিয়ে, দূর হবে একাধিক শারীরিক জটিলতা

বুলেটপ্রুফ কফি কী জানেন? দারুণ স্বাদের এই পানীয় দেবে ওজন কমানোর মজা

H3N2: মার্চের শেষেই প্রকোপ কমবে সিজিনাল ইনফ্লুয়েঞ্জার, দুটি মৃত্যুর পরে আশ্বাস স্বাস্থ্য মন্ত্রকের

PREV
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি