Sunscreen Tips: বাড়ি থেকে বাইরে বেরনোর সময় এই গরমে সানস্ক্রীন ক্রিমই ভরসা। যখন তখন নামীদামি ব্রান্ডের সানস্ক্রীন মাখছেন? জানেন এতেও লুকিয়ে রয়েছে বিপদ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বাড়ি থেকে বেরনোর সময় রোজ যে সানস্ক্রীন ক্রিম মাখছেন তাতেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের মতোন মারণ রোগের আক্রমণ। ইউভি যুক্ত সানস্ক্রীন ক্রিমেই লুকিয়ে রয়েছে এই বিপদ। ফলে এখন থেকেই সানস্ক্রীন ক্রিম ব্যবহারের আগে সতর্ক হোন।
26
ত্বকের অ্যালার্জি বাড়ায় সানস্ক্রীন
জানা গিয়েছে, কিছু সানস্ক্রিনে থাকা রাসায়নিক উপাদান ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল, তাদের জন্য এই সমস্যা বেশি দেখা যায়। ফলে এখন থেকেই কিছু সানস্ক্রিন ব্যবহারের আগে সতর্ক হোন।
36
ভিটামিন ডি-এর অভাব
কিছু সানস্ক্রিন সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণ করতে বাধা দিতে পারে। যদিও কিছু গবেষণায় বলা হয়েছে যে, সানস্ক্রিন ব্যবহারের পরেও পর্যাপ্ত ভিটামিন ডি সরবরাহ করা সম্ভব।
এছাড়াও কিছু সানস্ক্রিন চোখের জন্য ক্ষতিকর হতে পারে, তাই চোখের সংস্পর্শ এড়িয়ে যাওয়াই ভালো।
56
ব্রণের সমস্য়া বৃদ্ধি
কিছু সানস্ক্রিন ব্যবহারের ফলে ত্বক ঘেমে যেতে পারে, বিশেষ করে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে। অন্যদিকে কিছু সানস্ক্রিন ত্বকের ছিদ্র বন্ধ করে দিতে পারে, যা ব্রণের মতো সমস্যা তৈরি করতে পারে।
66
সানস্ক্রিনে রাসায়নিক উপাদান
কিছু সানস্ক্রিনে ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকতে পারে, যা ত্বকের জন্য ক্ষতিকর। ফলে সানস্ক্রিন ব্যবহারের আগে বিশেষ সতর্ক হোন।