মধু, অ্যাভোকাডো, দুধ ও দই দিয়ে বানাতে পারেন প্যাক। একটি অ্যাভোকাডো কেটে ভিতরের সবুজ অংশ বের করে নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু, দুধ ও দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে ত্বক রুক্ষ্ম হয়ে চামড়া ওঠার সমস্যা মুহূর্তে দূর হবে।