উৎসবের মরশুমে চুলকে ঝকঝকে করতে ভরসা রাখুনন অ্যালোভেরায়, কীভাবে ব্যবহার করবেন? রইল টিপস

Published : Sep 24, 2025, 02:57 PM IST

Skin Care Tips: উৎসবের মরশুম মানেই  নিজেকে একটু অন্যরকম দেখানোর দিন। পুজোর দিনগুলিতে সাজগোজের পাশাপাশি কীভাবে নেবেন ত্বকের যত্ন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…  

PREV
15
অ্যালোভেরা জেল

রূপচর্চায় অ্যালোভেরার জুড়িমেলা ভার। উৎসবের মরশুমে ত্বকের যত্নে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপাদানের ওপর। ব্যবহার করুন অ্যালোভেরা জেল। ত্বকের ময়েশ্চারাইজিং, রোদে পোড়া প্রশমিত করা, ব্রণ ও ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদান। 

25
ত্বকের স্বাস্থ্যরক্ষায় অ্যালোভেরা

অ্যালোভেরা জেল ত্বককে ময়েশ্চারাইজড রাখে, শুষ্কতা দূর করে এবং সতেজ ভাব এনে দেয়। এর প্রশান্তিদায়ক এবং প্রদাহ-বিরোধী গুণাবলী রোদে পোড়া দাগ ও অন্যান্য ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। 

35
ত্বকের বার্ধক্য রোধ

এটি কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং ত্বকের বার্ধক্যের লক্ষণ, যেমন বয়সের ছাপ কমাতে পারে।  এছাড়াও ছোটখাটো কাটা, ঘর্ষণ বা শেভিংয়ের কারণে হওয়া ত্বকের ক্ষতের নিরাময়কে দ্রুততর করে।

45
চুল পড়া ও খুশকি রোধে

অ্যালোভেরা জেলের অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুলের গোড়া শক্তিশালী করে এবং খুশকি ও চুল পড়া কমাতে সাহায্য করে। ফলে উৎসবের মরশুমে চুলের যত্নে চোখ বন্ধে ভরসা রাখতে পারেন অ্যালোভেরায়। 

55
চুলকে মসৃণ

পুষ্টিগুণে ভরপুর অ্যালোভেরা চুলের জন্য দারুন উপকারি। এটি চুলকে সতেজ এবং মসৃণ রাখে। এছাড়াও এটি চুলের শুষ্কতা দূর করে এবং চুলকে স্বাস্থ্যকর ও চকচকে করে তুলতে সাহায্য করে। 

Read more Photos on
click me!

Recommended Stories