চন্দনের গুণে পুজোয় পান জেল্লাদার ত্বক, জেনে নিন কীভাবে বানাবেন ফেসপ্যাক

পুজোর সময় ত্বকের যত্ন নেওয়ার জন্য চন্দনের বিভিন্ন প্যাক ব্যবহার করতে পারেন। চন্দনের সাথে দুধ, টমেটোর রস, মুলতানি মাটি, অ্যালোভেরা, গোলাপ জল এবং কমলা লেবুর খোসা ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব।

আর দু দিনের অপেক্ষা। তারপরই হবে বোধন। মণ্ডপে মণ্ডপে শোনা যাবে ঢাকের বাদ্যি। তেমনই সর্বত্র শুরু হবে দেবী বন্দনা। যদিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা। পুজো উদ্বোধনের পর থেকে রাস্তায় রাস্তায় দেখা যাচ্ছে জনজোয়ার। আবার অনেকে অপেক্ষা করছেন ষষ্ঠীর জন্য। এই কদিন নিজের মতো করে আনন্দ করতে চলছে প্রস্তুতি। সঙ্গে চলছে ত্বকচর্চা। পুজোয় চন্দনের গুণে পান জেল্লাদার ত্বক। জেনে নিন কীভাবে।

চন্দন ও দুধ

Latest Videos

প্যাক বানান চন্দন ও দুধ দিয়ে। প্রথমে চন্দন বেটে নিন। তাতে পরিমাণ মতো দুধ মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

চন্দন, টমেটোর রস, মুলতানি মাটি ও গোলাপ জল

প্যাক বানান চন্দন, টমেটোর রস, মুলতানি মাটি ও গোলাপ জল দিয়ে। টমেটো কেটে জেল বের করে নিন। তাতে মেশান চন্দন বাটা। এবার গোলাপ জল ও মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

চন্দন ও অ্যালোভেরা

প্যাক বানান চন্দন ও অ্যালোভেরা দিয়ে। অ্যালোভেরা জেলের সঙ্গে চন্দন বাটা মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

চন্দন ও গোলাপ জল

চন্দন ও গোলাপ জল দিয়ে প্যাক বানান। প্রথনে চন্দন বেটে নিন। তাতে মেশান গোলাপ জল। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

চন্দন ও কমলা লেবুর খোসা

উজ্জ্বল ত্বক পেতে চন্দন ও কমলা লেবুর খোসা দিয়ে প্যাক বানাতে পারেন। কমলা লেবুর খোসা ছাড়িয়ে তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তার সঙ্গে চন্দন বাটা মেশান। পেস্ট তৈরি করে নিন। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Nimtala Fire Incident: মধ্যরাতে ঘুম ভাঙলো এক হাড়হিম করা দৃশ্যে! শোকের ছায়া গোটা এলাকায়, দেখুন
Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘মুখ্যমন্ত্রী গরীবদের আশ্বাস নিয়ে সেটা লুঠ করছেন’ ট্যাব দুর্নীতিতে মমতাকে আক্রমণ দিলীপ ঘোষের