গরমে প্রতিদিন ব্যবহার করুন এই সকল প্যাকের মধ্যে একটি, ত্বকে আসবে জেল্লা

রইল গরমের বিশেষ কয়টি প্যাকের হদিশ। এই সকল প্যাক ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। দূর হবে যাবতীয় সমস্যা।

Web Desk - ANB | Published : Feb 26, 2023 2:33 PM IST

ব্রণ, চুলকানি, ফুসকুড়ি থেকে শুরু করে নানান ত্বকের সমস্যা লেগেই থাকে। গরমে আরও বাড়তে থাকে এই সকল সমস্যা। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা সকলেই বুঝে উঠতে পারেন না। আজ রইল বিশেষ টিপস। রইল গরমের বিশেষ কয়টি প্যাকের হদিশ। এই সকল প্যাক ব্যবহারে ত্বকে আসবে জেল্লা। দূর হবে যাবতীয় সমস্যা।

বেসন, দুধ ও চন্দন দিয়ে বানাতে পারেন প্যাক। এই সময় রোমকূপে নোংরা জমে অধিকাংশ ত্বকের সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে চাইলে বেসন, দুধ ও চন্দন দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন। তাতে দুধ ও চন্দন বাটা মেশান। সামান্য জল দিন। এবার প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

Latest Videos

পেঁপে ও মধু দিয়ে প্যাক বানান। পাকা পেঁপে চটকে নিন। এতে পরিমাণ মতো পরিমাণ মতো মধু মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

দুধ ও লেবুর রস দিয়ে বানাতে পারেন প্যাক। গরমের অধিকাংশ ট্যানের সমস্যায় ভুগে থাকেন। এর থেকে মুক্তি পেতে দুধ ও লেবুর রস দিয়ে বানাতে পারেন প্যাক। দুধের সঙ্গে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। প্রতিদিন এই প্যাক ব্যবহারে মিলবে উপকার।

বেসন ও অ্যালোভেরা দিয়ে প্যাক বানান। একটি পাত্রে পরিমাণ মতো বেসন নিন। অন্য দিকে অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। বেসনের সঙ্গে মেশান অ্যালোভেরা জেলা। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকের সমস্যা দূর হবে এই প্যাক। এই প্যাক ত্বকের জন্য বেশ উপকারী।

অ্যালোভেরা জেল ও লেবুর রস গিয়ে প্যাক বানান। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এর সঙ্গে মেশান পাতিলেবুর রস। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক। গরমে এই প্যাক ব্যবহারে ত্বক ঠান্ডা হবে। তেমনই ত্বকে আসবে জেল্লা। প্রতি সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এই প্যাক ব্যবহার করুন। এতে দ্রুত মিলবে উপকার। মেনে চলুন এই সকল বিশেষ টিপস।

 

আরও পড়ুন

মাখন ও স্ট্রবেরি দিয়ে তৈরি করুন বিশেষ ফেসমাস্ক, ত্বকে মুহূর্তে আসবে জেল্লা, দেখে নিন কীভাবে বানাবেন

ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করুন ফেসিয়াল, মুহূর্তে ত্বকে আসবে জেল্লা, জেনে নিন কীভাবে

Hair Color করিয়ে নিশ্চিন্ত হবেন না, এই ৩টি বিষয়ে নজর দিন যা চুলের রঙের যত্ন নিতে সাহায্য করে

Share this article
click me!

Latest Videos

ফর্মুলা রেডি! '২৬-এ মমতাকে উপড়ে ফেলে দেবো' সাফ কথা শুভেন্দুর, দেখুন | Suvendu Adhikari | BJP News
ভক্তরা মজলেন অরিজিৎ সিং ও এড শিরানের যুগলবন্দীতে! #shorts #shortsvideo #shortsviral #shortsyoutube
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
টাকা গেল ভুল অ্যাকাউন্টে! আবাস যোজনার দুর্নীতিতে জেরবার ক্যানিংয়ে গ্রামবাসীরা | South 24 Parganas
আর্টিকেল ৩৭০ নিয়ে কড়া প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী | Narendra Modi