সংক্ষিপ্ত

চুলের নানান সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন কালো জিরের তেল। রইল এই তেলের গুণের খোঁজ।

চুলের নানান সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন কালো জিরের তেল। রইল এই তেলের গুণের খোঁজ।

মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে ব্যবহার করতে পারেন কালো জিরের তেল। এটি প্রদাহের বিরুদ্ধে লড়াই করে, ছত্রাক রোধ করে, ব্যাকটেরিয়া দূর করে। তেমনই অ্যান্টি ব্যাকটেরিয়ার উপাদান থাকে। যা স্ক্যাল্পের যে কেনো সমস্যা দূর করে। সঙ্গে মাথার ত্বককে ময়েশ্চরাইজ করে থাকে।

নতুন চুল গজাতে সাহায্য করে কালো জিরের তেল। এই তেলে আছে নাইজেলোন ও থাইমোকুইনোন উপাদান। আছে অ্যান্টিহিস্টামিনসি। এগুলো অ্যালোপেসিয়া বা অ্যালোপিসিয়া অ্যারেটাই রোগীদের জন্য উপকারী। এই তেল দিয়ে মালিশে মিলবে উপকার।

তেমনই চুল পড়া বন্ধ করতে ব্যবহার করতে পারেন কালো জিরের তেল। এই তেলে আছে নানান উপকারী উপাদান। এই তেল স্ক্যাল্পে পুষ্টি জোগায়।। সঙ্গে বন্ধ করে চুল পড়ার সমস্যা।

অকাল পক্কতার সমস্যা মুক্তি পেতে ব্যবহার করুন কালো জিরের তেল। বর্তমানে অকালপক্কতার সমস্যায় ভুগছেন অনেকে। নানা পণ্যের ব্যবহার, দূষণ ও বংশগত কারণে অনেকেরই এই সমস্যা দেখা দেয়। সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কালোজিরের তেল ব্যবহার করতে পারেন। এটি চুলের জন্য বেশ উপকারী।

কালো জিরের তেল আছে ফ্যাটি অ্যামিনো অ্যাসিড। এটি চুলের আর্দ্রতা বজায় রাখে। সপ্তাহে অন্তত ২ দিন কালো জিরের তেল ব্যবহার করুন। এতে চুল থাকবে নরম। মিলবে উপকার।

মাথার ত্বকে রক্ত সঞ্চালন সঠিক থাকে কালো জিরের তেলের গুণে। সপ্তাহে অন্তত ৩ দিন কালো জিরের তেল দিয়ে মালিশ করুন। এতে চুলের গোড়া হবে মজবুত। নতুন চুল গজাবে।

তেমনই কালোজিরে দিয়ে প্যাক বানাতে পারেন। এই প্যাক বানাতে প্রয়োজন কালো জিরে পেস্ট, ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ মধু। প্রথমে কালো জিরে পেস্ট করে নিন। এবার সেই পেস্টের সঙ্গে মেশান ২ টেবিল চামচ ক্যাস্টর অয়েল। মেশান ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল। মেশান ১ টেবিল চামচ মধু। ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। এবার ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এবার মিলবে উপকার। সপ্তাহে ২ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এই প্যাক। চুল ঘন করতে এই প্যাক বেশ উপকারী।

 

আরও পড়ুন

প্রথমবার শিবরাত্রিতে উপবাস করার পরিকল্পনা করছেন, সুস্থ থাকতে মাথায় রাখুন এই কয়টি জিনিস

শিবরাত্রিরের দিন উপবাস ভঙ্গের পর সাবুদানা খাওয়া কি আদৌ স্বাস্থ্যকর? রইল বিশেষ তথ্য

সুস্থ থাকতে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় রাখুন সঠিক ভারসাম্য, মেনে চলুন এই ১০টি বিশেষ টিপস