নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন হেয়ার কন্ডিশনার, জেনে নিন শীতে কীভাবে চুলের যত্ন নেবেন

সপ্তাহে অন্তত ১ দিন নারকেল তেল দিয়ে ম্যাসাজের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা। এবার চুলের যত্ন নিতে নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন কন্ডিশনার। জেনে নিন কীভাবে বানাবেন কন্ডিশনার।

Web Desk - ANB | Published : Nov 20, 2022 8:12 AM IST

চুলের যত্নে নারকেল তেলের ভূমিকার কথা সকলেরই জানা। এই তেলে থাকা একাধিক উপাদান চুল নরম করে। চুলের রুক্ষ্ম ভাব দূর করে। সঙ্গে চুলে পুষ্টি জোগায়। সে কারণে সপ্তাহে অন্তত ১ দিন নারকেল তেল দিয়ে ম্যাসাজের কথা বলে থাকেন বিশেষজ্ঞরা। এবার চুলের যত্ন নিতে নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন কন্ডিশনার। জেনে নিন কীভাবে বানাবেন কন্ডিশনার।

উপকরণ- নারকেল তেল (২ টেবিল চামচ), শিয়া মাখন (১ টেবিল চাচম), জোজোবা তেল (১ চা চামচ), এসেন্সিয়াল অয়েল (কয়েক ফোঁটা)

পদ্ধতি- একটি পাত্রে শিয়া মাটার নিন। এবার তাতে মেশান নারকেল তেল। মেশান সম পরিমাণ জোজোবা তেল। মেশান কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল। ভালো করে মিশিয়ে প্যাক বানান। এবার শ্যাম্পু করার পর এই প্যাক চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এভাবে নারকেল তেল দিয়ে বানিয়ে ফেলুন কন্ডিশনার।

এমনই নারকেল তেল একাধিক ভাবে ব্যবহার করতে পারেন। খুশকি দূর করতে নারকেল তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে ব্যবহার করুন। নারকেল তেলের সঙ্গে পরিমাণ মতো পাতিলেবুর রস মিশিয়ে নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

নারকেল তেল ও ক্যাস্টর অয়েল দিয়ে প্যাক বানাতে পারেন। সম পরিমাণ নারকেল তেল ও ক্যাস্টর অয়েল নিন। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার।

নারকেল তেল ও অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানান। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার এই অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

নারকেল তেলের সঙ্গে কলা, মধু দিয়ে প্যাক বানান। একটি অর্ধেক কলা ভালো করে চটকে নিন। এবার তাতে মেশান পরিমাণ মতো মধু। মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। চুলের জন্য বেশ উপকারী নারকেল তেলের সঙ্গে কলা, মধু দিয়ে প্যাক। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন মিলবে উপকার। 

 

আরও পড়ুন- 

প্রিয়াঙ্কা চোপড়ার মতো উজ্জ্বল ত্বক পেতে চান? জেনে নিন নায়িকার বিউটি সিক্রেট

ত্বক হাইড্রেট করতে ব্যবহার করুন অ্যালোভেরার বিশেষ কয়টি ফেসপ্যাক, দেখে নিন কীভাবে বানাবেন

কিভাবে নেবেন তৈলাক্ত চুলের যত্ন, কিভাবে এড়িয়ে চলবেন চুলের তৈলাক্তভাব, জেনে নিন সহজ উপায় 

 

Share this article
click me!