
চুল নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। সারা বছর চুল নিয়ে নানান জটিলতা দেখা যায়। খুশকির সমস্যা, চুল পড়া থেকে শুরু করে ডগা চেরার মতো সমস্যা প্রায়শই দেখা যায়। বিশেষ করে চুল পড়ার সমস্যার জেরবার অবস্থা হয় অনেকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অনেকেই বুঝে উঠতে পারেন না। সারা বছর প্রায় সব ঋতুতেই দেখা যায় এই সমস্যা। আজ রইল বিশেষ টিপস। এই কয় উপায় মাখুন অলিভ অয়েল। এক সপ্তাহে বন্ধ হবে চুল পড়ার সমস্যা। জেনে নিন কী করবেন কী নয়।
অলিভ অয়েল ভালো করে চুল ও মাথায় তালুতে মালিশ করতে হবে। দশ মিনিট ধরে মালিশ করুন। মাথায় জল দেবেন না। সারা রাত যেন তেল মাথায় সেদিকে খেয়াল রাখুন। সকালে শ্যাম্পু করে নিন।
ডিমের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে প্যাক বানান। পাত্রে ২ চামচ অলিভ অয়েল নিন। এবার তাতে ডিম ফেটিয়ে নিন। এবার ভালো করে মিশিয়ে নিন। এবার ২০ মিনিট মেখে রাখুন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন পর্যন্ত ব্যবহারে মিলবে উপকার।
অলিভ অয়েলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে প্যাক বানান। অ্যালোভেরা জেল মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার তাতে মেশান অলিভ অয়েল। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
একটি পাত্রে অলিভ অয়েল নিন। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্য়াম্পু করে নিন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন পর্যন্ত ব্যবহারে মিলবে উপকার।