ত্বক উজ্জ্বল করতে কিংবা ত্বকের দাগ দূর করতে এবার ব্যবহার করুন ঘরোয়া টোটকা। বানিয়ে নিন হলুদ ও চন্দনের ফেসপ্যাক। জেনে নিন কীভাবে এই প্যাক ত্বকের সমস্যা দূর করবে।
ত্বক উজ্জ্বল করতে কিংবা ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সকলেই কোনও না কোনও পদ্ধতি মেনে চলেন। কেউ ঘরোয়া টোটকা মেনে চলেন, কেউ ব্যবহার করেন বাজার চলতি পণ্য তো কেউ পার্লার ট্রিটমেন্ট করে থাকেন। ত্বক উজ্জ্বল করতে কিংবা ত্বকের দাগ দূর করতে এবার ব্যবহার করুন ঘরোয়া টোটকা। বানিয়ে নিন হলুদ ও চন্দনের ফেসপ্যাক। জেনে নিন কীভাবে এই প্যাক ত্বকের সমস্যা দূর করবে।
হলুদ ও চন্দনের ফেসপ্যাক বানাতে প্রয়োজন ১ চা চামচ ময়দা, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ চন্দন গুঁড়ো। একটি পাত্রে ময়দা, হলুদ গুঁড়ো ও চন্দন গুঁড়ো নিয়ে মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে কয়েক ফোঁটা আমন্ড অয়েল। মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। পুরু করে মুখে লাগাবেন। মিলবে উপকার। ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন হলুদ ও চন্দনের ফেসপ্যাক।
হলুদের গুণে ত্বক হবে উজ্জ্বল। ত্বকের যাবতীয় দাগ দূর হবে। হলুদ বেটে নিয়ে। তা এই প্যাক তৈরিতে মেশাবেন। তেমনই চন্দন ত্বকের সকল দাগ দূর করে। ত্বকে মুহূর্তে উজ্জ্বল করতে বানাতে পারেন এই প্যাক। চন্দনে রয়েছে নানা উপকারী উপাদান। তেমনই এই প্যাকে থাকা আমন্ড অয়েল। যা ত্বককে উজ্জ্বল করে সঙ্গে ত্বক নরম করে। এরই সঙ্গে থাকা গোলাপ জল ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের যত্নে বেশ উপকারী গোলাপ জল। এই গোলাপ জল শীতের সময় ত্বক নরম করে। মেনে চলুন এই বিশেষ টিপস।
এছাড়াও হলুদ ও দই দিয়ে বানিয়ে নিতে পারেন প্যাক। হলুদ বাটার সঙ্গে পরিমাণ মতো দই মেশান। ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক লাগান মুখে। কিছুক্ষণ পর ধুয়ে নিন। মিলবে উপকার। ত্বকের জন্য বেশ উপকারী এই প্যাক।
এছাড়া, চন্দন ও ময়দা মিশিয়ে প্যাক বানাতে পারেন। ত্বক পরিষ্কার করতে বেশ উপকারী এই প্যাক। পরিমাণ মতো চন্দন ও ময়দা নিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন এই প্যাক। সঙ্গে সপ্তাহে ১ দিন ত্বকের যত্ন ব্যবহার করুন হলুদ ও চন্দনের ফেসপ্যাক, মিলবে উপকার।
আরও পড়ুন-
বীরভূমে মকর সংক্রান্তির দিন পালিত হয় জয়দেব মেলা, জেনে নিন কী এই মেলার বিশেষত্ব
শুধু চুলের জন্যই নয় শরীরের এই অংশগুলির জন্যও উপকারী, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল
ব্রণতে ভরে যাচ্ছে সারা মুখ, সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে, রইল ঘরোয়া টিপস