Job News: কেন্দ্রীয় প্রতিরক্ষা হবেষণা সংস্থায় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। কীভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Job News: দেশের প্রতিরক্ষা সংস্থায় কাজ করতে ইচ্ছুক? তাহলে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে চলছে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিআরডিও। ওই বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে, দেশজুড়ে কর্মী নিয়োগ করা হবে সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট (সেপ্টাম) নিয়োগ পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ করা হবে?
জানা গিয়েছে, গবেষণা সংস্থায় নিয়োগ করা হবে- সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এসটিএ)-বি এবং টেকনিশিয়ান-এ পদে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৭৬৪টি। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, মনোবিদ্যা-সহ নানা বিভাগে কাজ করার সুযোগ পাবেন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা।
এছাড়াও টেকনিশিয়ান-এ পদমর্যাদায় নিযুক্তেরা বুক বাইন্ডার, কার্পেন্টার, সিএনসি অপারেটর, ড্রাফটসম্যান, ইলেকট্রিশিয়ান-সহ নানা ট্রেডে কাজের সুযোগ পাবেন। এসটিএ-বি পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা। টেকনিশিয়ান এ পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা:-
বিভিন্ন পদে চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদনের শেষ তারিখ ১ জানুয়ারি। এবং পরীক্ষা হবে দেশের বিভিন্ন শহরে সিবিটি-র মাধ্যমে।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রক অধীনস্থ সংস্থায় বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এ চাকরির সুযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই সংস্থা। জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক পদে।
সংস্থায় নিয়োগ করা হবে প্রজেক্ট ম্যানেজার পদে। মোট শূন্য পদের সংখ্যা একটি। চুক্তি ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের বেতন হবে প্রতিমাসে ৪৫ হাজার টাকা। কর্মস্থল হবে নয়ডা। এছাড়াও আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপনে নজর রাখতে বলা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


