টুথপেস্ট আর ডিমের ফাঁদেই ধরা পড়ছে মাছ, নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও

Published : Nov 26, 2019, 04:15 PM IST
টুথপেস্ট আর ডিমের ফাঁদেই ধরা পড়ছে মাছ, নেট দুনিয়ায় ভাইরাল এই ভিডিও

সংক্ষিপ্ত

মাছ ধরার শখ একেবারে নেশার মত যারা এই নেশায় আশক্ত তাঁদের ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে মাছ ধরার জন্য অনেকেই ব্যবহার করেন নানান কৌশল সোশ্যাল মিডিয়া আপাতত বুঁদ মাছ ধরার এই অভিনব কৌশলে

অনেক মানুষের অনেক রকম শখ থাকে। কেউ ঘুরতে ভালোবাসে কেউ ছবি আঁকতে আবার কেউ মাছ ধরতে। তবে এই মাছ ধরার শখ একেবারে নেশার মত। যারা এই নেশায় আশক্ত তাঁদের ঘন্টার পর ঘন্টা কেটে যায় এই কাজে। মাছ ধরার জন্য অনেকেই ব্যবহার করেন নানান কৌশল। এর জন্য মাছ ধরার চার, মাছ ধরার জাল, ছিপ, ফান আরও কত অত্যাধুনিক উপায়ের প্রয়োগ করেন অনেকেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমনই এক মাছ ধরার কৌশল। নেট দুনিয়ায় আপাতত ভাইরাল এই মাছ ধরার অভিনব উপায়। মাছ ধরার বাকি সব কৌশলকে হেলায় হারিয়ে দেবে এই মাছ ধরার উপায়। ভিডিওটিতে দেখা গিয়েছে শুধুমাত্র কাঁচা ডিম আর টুথপেস্ট ব্যবহার করে চোখের নিমেষে প্রায় হাফ বালতি মাছ ধরে ফেলা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া আপাতত বুঁদ মাছ ধরার এই অভিনব কৌশলে। আপনিও দেখে নিন মাছ ধরার এই অভিনব উপায়।

সোশ্যাল মিডিয়ার কয়েকশো পেজে শেয়ার হয়েছে এই ভিডিও। শেয়ার হয়েছে কয়েক লক্ষ। একটি ছোট গর্তের থেকে এত সহজ পদ্ধতিতে এত মাছ ধরা সম্ভব তা হয়তো এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারতেন না অনেকেই।

PREV
click me!

Recommended Stories

নবদ্বীপে মহাপ্রভুর ভোগ দর্শন, কিভাবে পাবেন এই ভোগ জানুন বিস্তারিত
সৌন্দর্য ও সুগন্ধের মেলবন্ধন! এই ৫টি গাছ বাড়িকে বানাবে পারফিউম গার্ডেন